প্রথম সাক্ষাতেই আলিঙ্গন

রাশি খান্না

হিন্দি ছবি ‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন দিল্লির মেয়ে রাশি খান্না। তবে তাঁকে পরিচিত দিয়েছে দক্ষিণি সিনেমা। এখন তো দক্ষিণে একরকম জাঁকিয়েই বসেছেন তিনি। এবার একটু একটু করে হিন্দি ছবির দুনিয়ায় নিজের প্রভাব বিস্তার করছেন রাশি। গত বছরই অজয় দেবগনের ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে তাঁর অভিষেক হয়ে গেছে। এবার ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত পরিচালক জুটি রাজ-ডিকের ক্রাইম থ্রিলার ‘ফরজিতে তাঁকে পুলিশের চরিত্রে দেখা যাবে। তাঁর অভিনীত চরিত্রের নাম ‘মেঘা’। সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল সিরিজটির ট্রেলার।

এদিনের অনুষ্ঠানে রাশিকে প্রশ্ন করা হয়, সিরিজটি করতে তিনি রাজি হয়েছিলেন কেন?

১ / ১২
রাশি খান্না

জবাবে একরাশ হেসে এই অভিনেত্রী জবাব দেন, ‘কে “না” বলবে? মুকেশ ছাবড়া (কাস্টিং পরিচালক) আমাকে প্রথম প্রস্তাব দিয়েছিলেন। আমার অভিনীত চরিত্র সম্পর্কে বলেছিলেন মুকেশ। তিনি জানান রাজ-ডিকের সঙ্গে আমার একটা মিটিং হবে। তখন কোভিড ছিল। জুমে আমাদের মিটিং হয়েছিল। রাজ ও ডিকে স্যার আমার আগের কিছু ছবির ক্লিপিংস দেখেছিলেন। আমাকে তাঁদের খুব ভালো লেগেছিল বলে জানিয়েছিলেন। বলেছিলেন যে আমি “মেঘা” চরিত্রের জন্য উপযুক্ত। এই সময়ে আমার অনুভূতির কথা আমি বর্ণনা করতে পারব না। মনে হচ্ছিল আমি জ্যাকপট পেয়ে গেছি। এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দে ভাসছিলাম। আমি তখন জানতাম শহীদ, বিজয় সেতুপতি স্যার, অমল পালেকর স্যার এই সিরিজে আছেন।’

ফরজি’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে সবুজ পোশাকে হাজির হয়েছিলেন রাশি খান্না। পরে একই পোশাকে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি
ফেসবুক থেকে নেওয়া

দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গে রাশি বলেন, ‘সেতুপতি স্যারের সঙ্গে প্রথম দিন শুটিংয়ের সময় আমি খুবই নার্ভাস ছিলাম। আমি রীতিমতো লাফ দিয়ে তাঁর সামনে দাঁড়িয়েছিলাম। আর তাঁকে আলিঙ্গন করেছিলাম। আমার এই আচরণ দেখে রাজ স্যার (পরিচালক) অবাক হয়ে গিয়েছিলেন। আসলে বিজয় সেতুপতি স্যারকে দেখে এক উষ্ণ ভালোবাসা আমি অনুভব করেছিলাম। অভিনেতা হিসেবে তিনি তুখোড়। তাঁর সঙ্গে এই সিরিজে কাজ করতে পেরে আমি ধন্য।’

রাশি খান্না দিল্লির মেয়ে। তবে হিন্দিতে নয়, অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণ ভারতের সিনেমা অভিনয় করে

শহীদ কাপুর প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই জানে শহীদ দুর্দান্ত অভিনেতা। তবে এই সিরিজে আপনারা সম্পূর্ণ অন্য এক শহীদকে দেখতে পাবেন। তার প্রতিভার জোরে সিরিজটিকে অন্য এক মাত্রায় পৌঁছে দিয়েছেন। শহীদের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ খুশি। তার গুণের কথা বলে শেষ করতে পারব না। শহীদ খুব মজার, মিষ্টি ছেলে। সবাই যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেদিকে সব সময় সে খেয়াল রাখে। তার এই গুণটা আমার সবচেয়ে ভালো লাগে। তার সঙ্গে আমার রসায়ন দুর্দান্ত লেগেছে।’
‘ফরজি’ সিরিজের প্রসঙ্গে রাশি বলেন, ‘আমি এই সিরিজটির মুক্তির অপেক্ষায় আছি। আপনাদের সবার জন্য দুর্দান্ত কিছু অপেক্ষা করছে।’

কেবল অভিনয় নয়, গানেও সমান পারঙ্গম রাশি খান্না। গেয়েছেন বেশ কয়েকটি সিনেমায়
আরও পড়ুন

আগামী ১০ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘ফরজি’। সিরিজটির অন্যান্য চরিত্রে আছেন কে কে মেনন, ভুবন অরোরা, রেজিনা ক্যাসান্দ্রা, কুবরা শেঠ। কেবল এই সিরিজই নয়, চলতি বছর বড় বাজেটের হিন্দি সিনেমা ‘যোধা’তেও দেখা যাবে রাশিকে। ছবিটিতে তিনি ছাড়াও আছেন সিদ্ধার্থ মালহোত্রা ও দিশা পাটানি।

আরও পড়ুন