সাফল্য পেতে মরিয়া প্রভাস, এবার কোন পরিচালকের সঙ্গে জুটি বাঁধলেন
প্রভাস এবার তাঁর ‘লাকি চার্ম’-এর শরণাপন্ন হয়েছেন। তাই এই প্যান ইন্ডিয়া তারকার আগামী ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’–তে অতিথি চরিত্রে দেখা যাবে দক্ষিণের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলিকে। এবার দেখা যাক রাজামৌলির জাদুর স্পর্শে প্রভাস বৈতরণি পার করতে পারেন কি না।
রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ও ‘বাহুবলী ২’ ছবি দুটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই দুই ছবির হাত ধরে খ্যাতির তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন প্রভাস। তিনি রাতারাতি দক্ষিণি তারকা থেকে প্যান ইন্ডিয়া তারকা হয়ে গিয়েছিলেন। এরপর তাঁর কোনো ছবি বক্স অফিসে হালে পানি পায়নি। ‘সাহো’, ‘রাধে শ্যাম’ ছবি দুটি বক্স অফিসে ডাহা ফ্লপ হয়েছিল।
‘আদিপুরুষ’-এর ভরাডুবির কথা কারও আর অজানা নেই। প্রভাসের আগামী ছবিগুলোর এ রকম হাল হলে তাঁর ক্যারিয়ারকে ভরাডুবির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই আর কোনো ঝুঁকি নিতে চান না এই প্যান ইন্ডিয়া অভিনেতা। এবার তিনি তাঁর সৌভাগ্যের প্রতীক রাজামৌলির হাত ধরেছেন বলে খবর।
এই দক্ষিণি পরিচালক এখন বিরতিতে আছেন। তাঁর পরিচালিত শেষ ছবি ছিল ‘আরআরআর’। রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। এই ছবির ‘নাটু নাটু’ গানটি অস্কার পেয়েছিল। রাজামৌলি কিছুদিন পরই তাঁর আগামী ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন। এই ছবিতে আছেন দক্ষিণি সুপারস্টার মহেশ বাবু। পরের সিনেমা শুরুর আগে তিনি হয়তো ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অভিনয় সেরে ফেলবেন। প্রভাসের এই ছবিতে রাজামৌলিকে গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে।
এর আগে তাঁকে ‘বাহুবলী’-এ ক্যামিও হিসেবে দেখা গিয়েছিল। এ ছাড়া বেশ কিছু ছবিতে রাজামৌলি অতিথিশিল্পী হিসেবে অভিনয় করেছেন। আর কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল এই খ্যাতনামা পরিচালককে।
নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে প্রভাস ছাড়া দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসানকে মূল চরিত্রে দেখা যাবে। এই ছবির মাধ্যমে দীপিকা তেলেগু ছায়াছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন। সায়েন্স ফিকশন এই ছবির অন্যান্য চরিত্রে আছেন শ্বাশত চ্যাটার্জি, দিশা পাটানি, পশুপতি। শোনা যাচ্ছে, দুলকর সালমানকেও এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে। ‘কল্কি ২৮৯৮ এডি’ আগামী বছর মুক্তি পাবে।