২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পিতৃপরিচয় পেতে আদালতের দ্বারস্থ অভিনেত্রী

রবি কৃষাণ ও শিনোভা। কোলাজ

ভারতীয় অভিনেতা ও সংসদ সদস্য রবি কৃষাণ প্রায়ই নানা বিতর্কে জড়ান। এবার নতুন করে খবরের শিরোনামে তিনি। শিনোভা নামে এক তরুণ অভিনেত্রী দাবি করেছেন, রবি কৃষাণই তাঁর পিতা।

শিনোভা। ইনস্টাগ্রাম থেকে

পিতৃপরিচয় দাবি করে রবি কৃষাণের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার

কিছুদিন আগেই অপর্ণা ঠাকুর নামের এক নারী দাবি করেছিলেন, তিনি রবি কিষাণের স্ত্রী। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে, নাম শিনোভা। এবার শিনোভা পিতৃপরিচয় পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। মুম্বাই আদালতের কাছে তিনি আবেদন করেছেন, অভিনেতার ডিএনএ পরীক্ষার।

দিন কয়েক আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপর্ণা জানান, রবি কৃষাণের সামাজিক সম্মানের কথা ভেবেই তিনি এত দিন পর্যন্ত অভিযোগ দায়ের করেননি।

আরও পড়ুন

অপর্ণা দাবি করেছেন, ১৯৯৬ সালে মুম্বাইয়ের মালাডে রবি তাঁকে বিয়ে করেন। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। কিন্তু শুরু থেকেই রবি তাঁর মেয়েকে অস্বীকার করেছেন। রবি যাতে মেয়েকে সামাজিক স্বীকৃতি দিয়ে আপন করে নেন, সেটাই অপর্ণার ইচ্ছা।
অন্যদিকে ১৯৯৩ সালে প্রীতি শুক্লাকে বিয়ে করেন রবি। বর্তমানে দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।