কেন অভিনেতা বাবার পরিচয় লুকিয়ে চাকরি করতেন সুপারস্টার সুরিয়া?

সেখানে অভিনেতা বাবার পরিচয় গোপন করেন। কিন্তু তারকার সন্তান বলে কথা। একসময় জানাজানি হয়ে যায়...
১ / ৯
তারকা পরিবারে জন্ম নিয়েও শৈশব থেকে তিনি নিজের মতো করে বেড়ে উঠেছেন। কখনো পরিচয় সামনে আনার প্রয়োজন হলেও লুকানোর চেষ্টা করতেন যে তিনি ফিল্মের অভিনেতা শিভা কুমারের সন্তান
ছবি: সংগৃহীত
২ / ৯
পড়াশোনা করে ভেবেছিলেন নিজের পায়ে দাঁড়াবেন। সেই মোতাবেক একসময় একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি নেন। সেখানে অভিনেতা বাবার পরিচয় গোপন করেন। কিন্তু তারকার সন্তান বলে কথা। একসময় জানাজানি হয়ে যায়, তিনি শিভা কুমারের সন্তান। তখন বাধ্য হয়ে আট মাস পর চাকরিটা ছেড়ে দেন।
ছবি: সংগৃহীত
৩ / ৯
ভাগ্যই তাঁকে নিয়ে এসেছেন অভিনয়ে। কিছুটা পারিবারিক অসচ্ছলতার কারণে তিনি নাম লেখান সিনেমায়। একসময় তিনি হয়ে ওঠেন চেন্নাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা। এই তারকার নাম সুরিয়া।
ছবি: সংগৃহীত
৪ / ৯
তিনি কখনোই অভিনয়ে আসতে চাননি। তিনি মনে করতেন, সিনেমার নায়ক হওয়ার মতো দেখতে নন, ছিল না উচ্চতাও। প্রথম ‘আসাই’ নামের একটি সিনেমার প্রস্তাব পাওয়ার পর অভিনয়ে অনাগ্রহ থাকায় প্রস্তাবটি ফিরিয়ে দেন।
ছবি: সংগৃহীত
৫ / ৯
মনিরত্নমের হাত ধরে ১৯৯৭ সালে তিনি নাম লেখান ‘নারুক্কু নের’ সিনেমায়। মনিরত্নম এই অভিনেতার নাম দেন সুরিয়া। ভারত ছাড়িয়ে এই নামে তিনি বিভিন্ন ভাষাভাষী দর্শকের কাছে পরিচিত।
ছবি: সংগৃহীত
৬ / ৯
এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, শৈশবে হীনম্মন্যতায় ভুগতেন। কারণ, তিনি ভালো করে কথা বলতে পারতেন না। লেখাপড়া, খেলাধুলায় ভালো ছিলেন না। প্রায়ই তিনি পরীক্ষায় চার–পাঁচটি বিষয়ে অকৃতকার্য হতেন।
ছবি: সংগৃহীত
৭ / ৯
সুরিয়া বিয়ে করেন অভিনেত্রী জোয়তিকাকে। তাঁরা একসঙ্গে সাতটি সিনেমায় অভিনয় করেন। সিনেমার জুটিই বাস্তবের জুটিতে পরিণত হন। পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের দুটি ছেলে–মেয়ে রয়েছে।
ছবি: সংগৃহীত
৮ / ৯
‘সিংহাম’, ‘আয়ান’, ‘জয় ভিম’, ‘২৪’ সিনেমাগুলো তাঁর ক্যারিয়ারে বাঁকবদল ঘটিয়েছে। ভারতীয় তারকাদের মধ্যে তিনি প্রথম রেকর্ড করেন আইএমডিবির তালিকায়। তাঁর সিনেমা আন্তর্জাতিক এই মুভি ডেটাবেইজে বিশ্বের সব সিনেমাকে হার মানিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছিল। বর্তমান আইএমডিবির তালিকায় বিশ্বের সেরা মুভির তালিকায় ২৪৯ নম্বরে রয়েছে ‘জয় ভিম’।
ছবি: সংগৃহীত
৯ / ৯
১৯৭৫ সালের ২৩ জুলাই তাঁর জন্ম। জন্মদিনের ঠিক এক দিন আগেই তিনি গতকাল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন। চারবার ফিল্মফেয়ারও জয় করেছেন তিনি। জন্মদিনটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসেন।
ছবি: সংগৃহীত