ভারতের চলচ্চিত্র পুরস্কারে দক্ষিণি সিনেমার জয়জয়কার

শর্মিলা ঠাকুর ও মনোজ বাজপেয়ী অভিনীত ২০২৩ সালের ছবি ‘গুলমোহর’ ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার জিতেছেফেসবুক থেকে

আজ শুক্রবার ঘোষিত হয়েছে ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ জানানো হয়েছে পুরস্কারজয়ীদের নাম। সে তালিকায় দেখা গেছে, এবার বলিউড বনাম দক্ষিণের লড়াইয়ে আবার এগিয়ে থাকল দক্ষিণি সিনেমা।

কে হবেন সেরার সেরা, তা নিয়ে জল্পনাকল্পনা চলেছে দিনভর। এদিন বেলা দেড়টা নাগাদ দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। অবশেষে সবাইকে পেছনে ফেলে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিল মালয়ালি ছবি ‘আত্তাম’। শুধু তা–ই নয়, এবার সেরা অভিনেতার পুরস্কারও গেল দক্ষিণি অভিনেতার ঝুলিতেই।
শর্মিলা ঠাকুর ও মনোজ বাজপেয়ী অভিনীত ২০২৩ সালের ছবি ‘গুলমোহর’ ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। ‘গুলমোহর’ পারিবারিক ড্রামাধর্মী সিনেমা। শর্মিলা ও মনোজ ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন সিমরান, সুরজ শর্মা, অমল পালেকার ও কাবেরী শেঠ। ছবিটি শুধু দর্শকদের কাছ থেকে প্রশংসাই পায়নি; বরং এটি সমালোচকদের কাছ থেকেও উল্লেখযোগ্য প্রশংসা অর্জন করেছে।

‘গুলমোহর’–এর কাহিনি একটি পরিবারকে কেন্দ্র করে, যারা ৩৪ বছরের পুরোনো পৈতৃক বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ছবি দিয়ে ১৩ বছরের বিরতির পর চলচ্চিত্রজগতে প্রত্যাবর্তন করেন শর্মিলা ঠাকুর।

৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে কন্নড় অভিনেতা ঋষভ শেঠি আবারও তাঁর অতুলনীয় প্রতিভা প্রমাণ করেছেন। ‘কানতারা’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার জিতেছেন এই অভিনেতা। নিত্যা মেনেন ও মানসী পারেখ যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। নিত্যা ‘তিরুচিত্রম্ববলম’-এর জন্য আর মানসী ‘কুচ এক্সপ্রেস’-এর জন্য জাতীয় পুরস্কার জিতেছেন। ‘উঁচাই’–এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন সুরজ বরজাতিয়া।
গতবার এই পুরস্কার জিতেছিলেন আল্লু অর্জুন, ‘পুষ্পা’ সিনেমার জন্য।
আবারও চমকে দিয়েছেন অরিজিৎ সিং। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সেরা পার্শ্ব গায়কের পুরস্কার পেয়েছেন তিনি। ওদিকে সেরা বাংলা ছবির সম্মান গেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’–এর ঝুলিতে।

‘কানতারা’ ছবির পোস্টার
আইএমডিবি

সলিল চৌধুরীর পুত্র সঞ্জয় চৌধুরী মালয়ালি ছবি ‘কাধিকান’–এর জন্য বিশেষ জুরি মেনশন সম্মান পেয়েছেন।
একনজরে উল্লেখযোগ্য পুরস্কার
সেরা ছবি: আত্তাম (মালয়ালম)
সেরা বিনোদনমূলক ছবি: ‘কানতারা’
সেরা হিন্দি ছবি: ‘গুলমোহর’
সেরা বাংলা ছবি: ‘কাবেরী অন্তর্ধান’ (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা পরিচালক: সুরজ আর বরজাতিয়া (উঁচাই)

সেরা নবাগত পরিচালক: প্রমোদ কুমার (ফৌজা)
সেরা অভিনেতা: ঋষভ শেঠি (কানতারা)
সেরা সহ-অভিনেতা: পবন রাজ মালহোত্রা (ফৌজা)
সেরা অভিনেত্রী: নিত্যা মেনেন (তামিল ছবি: তিরুচিত্রম্ববলম) ও মানসী পারেখ (গুজরাটি ছবি: কুচ এক্সপ্রেস)
সেরা সহ-অভিনেত্রী: নীনা গুপ্তা (উঁচাই)
সেরা সম্পাদনা: আত্তাম (মালয়ালম)
সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র)
সেরা পার্শ্ব গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)
সেরা পার্শ্ব গায়িকা: বম্বে জয়শ্রী (সৌদি ভেল্লাক্কা)