সালমানের সেই নায়িকা এখন খাবার বিক্রি করে সংসার চালান

সালমান খান ও পূজা দাদওয়াল। কোলাজ

অভিষেকটা হয় স্বপ্নের মতো, সালমান খানের বিপরীতে। কিন্তু এরপর কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি তাঁর ক্যারিয়ার। কোনো হিট সিনেমা নেই, ধীরে ধীরে হারিয়ে যান পাদপ্রদীপের আলো থেকে। সঙ্গে যুক্ত হয় পারিবারিক ঝামেলা, শারীরিক অসুস্থতা। সব মিলিয়ে অভিনেত্রী পূজা দাদওয়াল এখন প্রায় ভুলে যাওয়া এক নাম। শুরু থেকে এ পর্যন্ত দেখে নেওয়া যাক পূজার ক্যারিয়ার।

১৯৭৭ সালের ৫ জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম পূজার। ছোটবেলা থেকে সিনেমা দেখতে ভালোবাসতেন তিনি। চেয়েছিলেন অভিনেত্রী হবেন। স্বপ্ন পূরণ করতে স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। প্রশিক্ষণ চলাকালে একটি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি।

আরও পড়ুন

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বীরগতি’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান পূজা। মাত্র ১৭ বছর বয়সে বড় পর্দায় পা রাখেন তিনি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘বীরগতি’ ছবিটি। ‘বীরগতি’ ছবিটি ব্যর্থ হলেও সালমানের নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বলে বলি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন পূজা। ‘হিন্দুস্তান’, ‘সিন্দুর সৌগন্ধ’, ‘ইন্তেকাম’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি।

সালমান খান ও পূজা দাদওয়াল। কোলাজ

হিন্দি ছবিতে অভিনয় করলেও পূজা অভিনীত কোনো ছবিই বক্স অফিসে সফল হয়নি। আশাহত হয়ে ছোট পর্দায় কাজের সন্ধান শুরু করেন পূজা।
‘আশিকি’ ও ‘ঘরানা’র মতো দুটি জনপ্রিয় ধারাবাহিকের অংশ ছিলেন তিনি। ছোট পর্দায় খ্যাতি পাওয়ার পর তিনি ভাবেন হিন্দি ছবিতে আবার অভিনয়ের সুযোগ পাবেন পূজা। কিন্তু আশা পূরণ হয় না তাঁর। শেষ পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নেন পূজা।

বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বাই ছেড়ে গোয়া চলে যান পূজা। গোয়ায় একটি ক্যাসিনো চালাতেন তাঁর স্বামী। বিয়ের পর ক্যাসিনোর ব্যবসাই সামলাতে শুরু করেন পূজা। কিন্তু তার স্থায়িত্বও খুব বেশি দিনের নয়।

পূজা দাদওয়াল। এক্স থেকে

২০১৮ সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পূজা। স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় যে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। কিন্তু পূজার পাশে তাঁর স্বামী বা শ্বশুরবাড়ির মানুষ ছিলেন না। পূজাকে মৃত্যুশয্যায় একা ফেলে চলে যান তাঁরা। তখন জানা যায়, নির্মাতা রাজেন্দ্র সিং এক সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন পূজাকে। পরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর পূজার অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে প্রথম সিনেমার নায়ক সালমান খানের কাছে সাহায্যের আবেদন করতে দেখা যায় পূজাকে।

পরে অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সালমান। ছয় মাস চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠেন পূজা। মুম্বাইয়ে ফিরে গিয়ে নিজের জীবন নতুন করে শুরু করেন তিনি।
২০২০ সালে একটি পাঞ্জাবি ছবিতে অভিনয়ের সুযোগ পান পূজা। কিন্তু এই ছবিও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। এক পুরোনো সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তাঁর পুরোনো বন্ধু রাজেন্দ্র ব্যবসা করার পরিকল্পনা দেন পূজাকে। বন্ধুর পরামর্শ অনুযায়ী হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন পূজা। বর্তমানে মুম্বাইয়ে একটি একচালার ঘরে থাকেন তিনি। খাবারের ব্যবসা করেই সংসার চলে পূজার।

সূত্র: ফিল্মবিট, নিউজ ১৮