খোলামেলা ছবি তুলে মায়ের হাতে চড় খেয়েছিলেন সোনম

সোনম খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নব্বইয়ের দশকের আলোচিত অভিনেত্রী তিনি। পর্দায় গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। একবার বিপত্তি ঘটে ফটোশুট নিয়ে। এই খোলামেলা ফটোশুটের কারণে মায়ের হাতে চড়ও খেয়েছিলেন। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে সে ঘটনা সম্পর্কে সবিস্তার জানিয়েছেন অভিনেত্রী।

তিনি সোনম, তবে কাপুর নন, খান। ১৯৮৭ সালে তেলেগু সিনেমা ‘সম্রাট’ দিয়ে বড় পর্দায় অভিষেক তাঁর। নির্মাতা যশ চোপড়ার হাত ধরে তাঁর হিন্দি সিনেমায় যাত্রা। পর্দায় সাহসী অভিনয়ের জন্য তিনি আলাদা করে নজর কেড়েছিলেন। রাজেশ খান্না, ঋষি কাপুর, হেমা মালিনী, অনিল কাপুরের মতো তারকার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী।

সোনম খান এখন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

১৯৮৮ সালে ‘বিজয়’ ছবির হাত ধরে সোনম বলিউডে আত্মপ্রকাশ করেন। ‘আজুবা’ ও ‘ত্রিদেব’-এর মতো ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। তাঁর জনপ্রিয় গানগুলোর জন্য তিনি ভক্তদের কাছে পরিচিত। সেই নায়িকাকেই চড় মেরেছিলেন তাঁর মা!

সোনম খান তাঁর পুরোনো একটি ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছিলেন। এই ছবিগুলোর জন্যই একসময় তিনি সমস্যায় পড়েছিলেন।

এই ফটোশুটেরর কারণে মায়ের চড় খেয়েছিলেন তিনি। সোনমের ইনস্টাগ্রাম থেকে

ছবিতে তাঁকে ঝোপের মধ্যে বসে পোজ দিতে দেখা গিয়েছে। এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর নায়িকার মা তাঁর ওপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন।

সোনমকে তাঁর মা চড়ও মেরেছিলেন। এমনকি যে পত্রিকায় এই ছবি প্রকাশ্যে এসেছিল, সেটিও ছিঁড়ে ফেলে দিয়েছিলেন।

আরও পড়ুন

সোনম খানের আসল নাম বখতাভার খান। নির্মাতা যশ চোপড়ার পরামর্শে তিনি পর্দার জন্য ‘সোনম’ নামটি রেখেছিলেন।