টোকিও চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন চীনা নির্মাতা ঝাং ইমু
চীনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ঝাং ইমুকে আসন্ন ৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আজীবন সম্মাননা’ পুরস্কার প্রদান করা হবে। চীনের চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ছবির বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করে নিতে চালিয়ে যাওয়া প্রয়াসের স্বীকৃতি হিসেবে ঝাং ইমুকে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে উৎসব কমিটি।
তাইওয়ানের অবস্থান এবং ভূখণ্ডগত বিরোধকে কেন্দ্র করে চীনের সঙ্গে জাপানের চলমান বিরোধ নিয়ে সংবাদমাধ্যম আলোকপাত করে যাওয়া অবস্থায় জাপানের শীর্ষ চলচ্চিত্র উৎসবের এই সিদ্ধান্তকে ইতিমধ্যে অনেকেই স্বাগত জানিয়েছেন। বিশেষ করে চীন সরকারের সঙ্গে এই গুণী পরিচালকের ঘনিষ্ঠতা কিছু ক্ষেত্রে সমালোচিত হওয়া সত্ত্বেও রাজনৈতিক বিবেচনার প্রভাবমুক্ত সিদ্ধান্ত হিসেবে এটাকে তাঁরা দেখছেন।
৭৩ বছর বয়সী ঝাং ইমুর পরিচালিত প্রথম ছবি ‘দ্য রেড শরগাম’ ১৯৮৮ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা ছবি বা স্বর্ণভালুক পুরস্কার পাওয়ার পর চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গন নতুন এক প্রতিভার আবির্ভাব লক্ষ্য করেছিল। চীনের এই পরিচালক এরপর থেকে একের পর এক তৈরি গেছেন সাড়া জাগানো অনেক ছবি, শৈল্পিক উৎকর্ষের প্রতিফলন ফুটিয়ে তোলার পাশাপাশি দর্শককে আকৃষ্ট করতেও যেগুলো সক্ষম হয়েছে।
ঝাং ইমুর সর্বশেষ ছবি ‘ফুল রিভার রেড’ চলতি বছর চীনা নববর্ষে মুক্তির পর এখন পর্যন্ত সেটি বছরের সর্বোচ্চ রেটিং পাওয়া চীনা ছবি হিসেবে গণ্য হয়ে আসছে। ছবিটির বক্স অফিস সাফল্যও হচ্ছে ঈর্ষণীয়। এই ছবি থেকে হওয়া আয়ের পরিমাণ হচ্ছে ৪৫০ কোটি ইউয়ান।
১৯৮২ সালে বেইজিং ফিল্ম একাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর চলচ্চিত্র নির্মাণের সঙ্গে তিনি যুক্ত থাকলেও ১৯৮৭ সালের আগে ছবি পরিচালনার দায়িত্ব পাননি ইমু। সে বছর তাঁর তৈরি ‘দ্য রেড শরগাম’ দেশে ও বিদেশে সাড়া জাগানোর পর থেকে ঝাং ইমু একের পর এক ছবি পরিচালনা করে গেছেন। যার মধ্যে বেশ কয়েকটি কান, ভেনিস ও বার্লিন চলচ্চিত্র উৎসবসহ নানা দেশের নেতৃস্থানীয় বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।
ছবি নির্মাণের বাইরে ঝাং ইমু ২০০৮ সালের বেইজিং অলিম্পিক এবং ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন, আন্তর্জাতিকভাবে যা প্রশংসিত হয়েছে।
চলতি মাসের ২৩ তারিখে শুরু হতে যাওয়া টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা সিলেকশন বিভাগে ঝাং ইমুর ‘ফুল রিভার রেড’ দেখানো হবে। উৎসবে উপস্থিত থাকা ছাড়াও জাপান ফাউন্ডেশন আয়োজিত বিশেষ এক আলোচনা সভায় তিনি যোগ দেবেন। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার তিনি গ্রহণ করবেন।
চলচ্চিত্র উৎসব কমিটির কাছে দেওয়া মন্তব্যে ঝাং ইমু বলেন, ‘সিনেমা সারা বিশ্বের মানুষের মধ্যে যোগাযোগের সেতুবন্ধ হয়ে উঠতে পারে। জাতিসত্তা ও সাংস্কৃতিক দূরত্ব অতিক্রম করে পারস্পরিক বোধগম্যতা ও বিনিময় এগিয়ে নেওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। আমার এখনো মনে পড়ে, ১৯৯০ সালে আকিরা কুরোসাওয়া যখন সম্মানিত একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছিলেন, সেই অনুষ্ঠানে সদ্য আবির্ভাব হওয়া একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি উপস্থিত ছিলাম। তার সে দিনের সেই মন্তব্য “সিনেমার নির্যাস আমি এখনো পর্যন্ত ধরে উঠতে ধরতে পারিনি”—আমার মনে আজও সতেজ রয়ে গেছে। আমাকে পুরস্কৃত করার জন্য টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতি আমি কৃতজ্ঞ। এটাকে আমি সূচনার নতুন একটি পর্যায় হিসেবে দেখছি।’