ভিকি-ক্যাটের বিয়ের মেনু জানুন!
সব দিক থেকেই তাঁদের বিয়েটিকে বিশেষ করে তুলতে চাইছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বিয়ের স্থান থেকে পোশাক—মোটামুটি সবই চূড়ান্ত করে ফেলেছেন বলিউডের এই প্রেমিকযুগল। ক্যাট আর ভিকি এবার বিয়ের মেনু নিয়ে ব্যস্ত। তাঁদের রাজকীয় বিয়েতে রাজকীয় মেনু থাকবে না, তা কী করে হয়। জানা গেছে, পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ানসহ দেশ-বিদেশের নানা ক্যুইজিন তাঁদের বিয়ের মেনুতে থাকবে।
খবর এই যে সোয়াই মাধোপুরের নামজাদা সব মিষ্টির দোকানের মালিকেরা তাঁদের মিষ্টির মেনু কার্ড নিয়ে সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছে গেছেন। সিক্স সেন্সেস ফোর্ট থেকে এই তালিকাগুলো মুম্বাইতে ভিকি আর ক্যাটরিনার টিমের কাছে পৌঁছানো হয়েছে। তারাই এখন চূড়ান্ত করবে, বিয়ের রাতে নিমন্ত্রিতদের পাতে কোন কোন মিষ্টি পরিবেশন করা হবে।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভিকি আর ক্যাটের বিয়েতে হরেক রকমের রাজস্থানি মিষ্টি থাকবে। এ ছাড়া কাজুর বরফি, ডোডা বরফি, বেসন চাক্কি, গুলাব জামুনসহ আরও নানা স্বাদের মিষ্টি মেনু কার্ডে থাকবে। আর ফলের মধ্যে থাকবে কলা, পেঁপে, আপেল, আনারসসহ অনেক কিছু।
এখনো গুঞ্জন যে ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বলিউডের ‘লাভ বার্ড’ ভিকি আর ক্যাটের বিয়ে হতে চলেছে। রাজস্থানের সোয়াই মাধোপুরের ৭০০ বছরের প্রাচীন একটি দুর্গে এই বিয়ের আসর বসতে চলেছে।
বিয়ের রাতে ক্যাটকে লেহেঙ্গা-চোলিতে দেখা যাবে। তাঁর পোশাক ডিজাইন করছেন খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তবে ভিকি আর ক্যাটরিনা তাঁদের বিয়ের ব্যাপারে এখনো টুঁ শব্দটি করেননি।