‘পারিশ্রমিক, মেকআপ রুম থেকে ভ্যানিটি ভ্যান-সব ক্ষেত্রেই বৈষম্য’
‘মেয়েদের নিজের কথা বলা খুব জরুরি। নিজের অধিকার নিয়ে আওয়াজ তুলতে হবে। শুধু বাহ্যিক দিক থেকে নয়, মেয়েদের অন্তর থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠতে হবে।’ আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। ফাগুনের এক এলোমেলো বিকেলে পূজা হেগড়ের সঙ্গে এক নিখাদ আড্ডায় উঠে এসেছিল বিশেষ এই দিনের কথা। পূজা বলেন,‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি বলতে চাই, একটা মেয়ে তার জীবনকাহিনি দ্বারা যেন অন্যকে অনুপ্রাণিত করতে পারেন। কারণ, আমি সব সময় আমার আশপাশের নারীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এসেছি। আমি আমার জীবনকাহিনি দিয়ে যদি একটা মেয়ের প্রেরণা হয়ে উঠতে পারি, তাহলে বুঝব আমি সত্যি এক সার্থক জীবনের পথে চলছি। একটা মেয়েকে বদলানো মানে, একটা পরিবারকে বদলানো। মেয়েরাই একটা পরিবারকে গড়ে তোলে।’
তিনি বলেন, ‘এই বিশেষ দিনটি আমি আমার শিল্পীসত্তা দিয়ে উদ্যাপন করতে চাই। এ ক্ষেত্রে আমি লতাজি দ্বারা অনুপ্রাণিত। তাঁর জীবন শিল্পের প্রতি নিবেদিত ছিল। শিল্পকলার ক্ষেত্রে তিনি এক উদাহরণ সৃষ্টি করেছিলেন।’
আড্ডায় পূজার কাছে আরও জানতে চাওয়া হয়েছিল, পূজা সবচেয়ে বেশি কার দ্বারা অনুপ্রাণিত। এ প্রসঙ্গে তাঁর জবাব, ‘আমার মা আমার জীবনে আদর্শ নারী। তাঁর মতো শক্তিশালী নারী আমি কম দেখেছি। আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আর মাকে দেখেছি সবার জন্য রান্না করা থেকে বাড়ির সব কাজ সামলে ব্যবসা সামলাতে। মা আমাকে শিখিয়েছেন সম্মানের সঙ্গে কীভাবে বাঁচতে হয়।’
পূজা দক্ষিণের পাশাপাশি হিন্দি ছবির দুনিয়ায় সমানভাবে কাজ করছেন। এই দুই ছবির দুনিয়ায় লিঙ্গবৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, সব ইন্ডাস্ট্রিতেই লিঙ্গবৈষম্য দেখা যায়। আজকে অনেকেই এই নিয়ে সোচ্চার হয়েছেন। আর আমি খুশি যে আগামী প্রজন্মের অভিনেত্রীরা এর সুফল ভোগ করবে। আমি মনে করি, একজন অভিনেত্রীর তার যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাওয়া উচিত। তবে নারী এবং পুরুষ অভিনেতার মধ্যে পারিশ্রমিকের দিক থেকে একটা বড় ব্যবধান আছে। এখনো নারী শিল্পীদের পারিশ্রমিক তুলনামূলক অনেক কম। অথচ ভূমিকা একই থাকে। আমার বিশ্বাস, এই ব্যবধান ধীরে ধীরে হয়তো মুছে যাবে একদিন। আমি আশাবাদী যে সময় একদিন বদলাবে।’
‘শুধু পারিশ্রমিক নয়, মেকআপ রুম থেকে ভ্যানিটি ভ্যান, সব ক্ষেত্রেই এই বৈষম্য ধরা পড়ে।’ জোর দিয়ে বললেন পূজা।
পূজার সঙ্গে আড্ডা জমেছিল মূলত তাঁর আসন্ন ছবি নিয়ে। ১১ মার্চ মুক্তি পাচ্ছে রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ছবি রাধে শ্যাম। প্রেমের এই ছবিতে প্রভাস আর পূজাকে জুটি হিসেবে দেখা যাবে। এই প্যান ইন্ডিয়া ছবিটি তামিল, তেলেগু, মালয়ালম, হিন্দি ভাষায় মুক্তি পাবে।