দীপিকার প্রিয় খাবার কী

১৯৮৬ সালের আজকের দিনে জন্ম হয় ভারতের এই সময়ের আলোচিত নায়িকা দীপিকা পাড়ুকোনের। বলিউডে ‘ওম শান্তি ওম’ দিয়ে পথচলা শুরু। ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন মায়ানগরী মুম্বাইয়ে। হয়েছেন বলিউডের অন্যতম দামি নায়িকা। জন্মদিনে জানা যাক তাঁকে নিয়ে কিছু মজার তথ্য।

১ / ১০
‘ইন্দিরানগরের গুন্ডা আমি।’ শৈশবের এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন দীপিকা
সংগৃহীত
২ / ১০
দীপিকা পাড়ুকোনের জন্ম ১৯৮৬ সালে ডেনমার্কের কোপেনহেগেনে। তারপর তিনি পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে আসেন ১১ মাস বয়সে
ইনস্টাগ্রাম
৩ / ১০
তাঁদের পরিবারের সবার নামের একটা মিল আছে। দীপিকা, প্রকাশ, উজালা, আনিশা—সব কটি নামের অর্থের সঙ্গেই আলোর সম্পর্ক
ইনস্টাগ্রাম
৪ / ১০
আট বছর বয়সে দীপিকা পাড়ুকোন বেশ কয়েকটি বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। তবে ২০০৪ সালে একটি বিজ্ঞাপনে কাজ করার পর তিনি নজরে আসেন
সংগৃহীত
৫ / ১০
সংগীতশিল্পী হিমেশ রেশামিয়ার একটি মিউজিক ভিডিওতে পরিচালক ফারাহ খান দেখেছিলেন দীপিকাকে। সেখানে দেখেই তাঁকে ‘ওম শান্তি ওম’ ছবিতে নেওয়ার পরিকল্পনা করেন
সংগৃহীত
৬ / ১০
কন্নড় ছবি ‘ঐশ্বরিয়া’ দিয়ে দীপিকার রুপালি পর্দায় যাত্রা শুরু হয়
ইনস্টাগ্রাম
৭ / ১০
‘চাঁদনি চক টু চায়না’ ছবিতে দীপিকা বডি ডাবল ব্যবহার করেননি। তিনি জাপানি মার্শাল আর্টস জুজুৎসু শিখেছেন। তাঁর স্টান্টগুলো নিজেই করেছিলেন
সংগৃহীত
৮ / ১০
২০১৩ সালে একই বছরে তাঁর চারটি ছবি ‘রেস টু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘রাম-লীলা’ বক্স অফিসে ঝড় তুলেছিল
সংগৃহীত
৯ / ১০
বাবা প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ায় দীপিকাও খেলা ভালোবাসতেন। জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনও খেলেছেন তিনি
ইনস্টাগ্রাম
১০ / ১০
ভোগ ইন্ডিয়া থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, যদি জীবনের শেষ খাবার গ্রহণ করতে বলা হয়, তিনি কী পছন্দ করবেন? দীপিকার উত্তর ছিল, রসম (দক্ষিণ ভারতীয় একধরনের স্যুপ) ও ভাত
সংগৃহীত