চার বছর পর দ্বৈত চরিত্র নিয়ে ফিরছেন এই অভিনেত্রী, টিজার প্রকাশ করলেন শ্বশুর
চার বছর পর আবার রুপালি পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তা–ও আবার তাঁর প্রিয় পরিচালকদের একজন মণি রত্নমের ছবি দিয়ে। এবার পরিচালকের প্যান ইন্ডিয়া ছবি ‘পোন্নিইন সেলভান ওয়ান'-এ অভিনয় করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। আজ তাঁর এই ছবির টিজার মুক্তি পেয়েছে। শুধু তা–ই নয়, 'পিএস ওয়ান'–এর টিজার মুক্তি দিয়েছেন ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন স্বয়ং।
টিজার মুক্তির কয়েক দিন আগে প্রকাশ্যে আসে 'পিএস ওয়ান' ছবিতে ঐশ্বরিয়ার প্রথম লুক। রানী নন্দিনীর বেশে অ্যাশের এই রাজকীয় লুক মুগ্ধ করে সিনেমাপ্রেমীদের। ছবির নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, ৮ জুলাই অর্থাৎ আজ 'পিএস ওয়ান' ছবির টিজার মুক্তি পাবে। পরে গতকাল রাতে আরেকটি পোস্টের মাধ্যমে জানানো হয়, টিজার প্রকাশ করবেন অমিতাভ বচ্চন। এবারই পরিবারের সদস্যদের ছবির প্রচারণায় প্রথম নন, আগে ছেলে অভিষেকের একাধিক ছবির প্রচারণারও দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ‘বিগ বি’। তবে ঐশ্বরিয়ার ছবির প্রচার এবারই প্রথম।
এদিকে চার বছর পর ঐশ্বরিয়া অত্যন্ত বড় পর্দায় কামব্যাক নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তরা। তাঁকে সর্বশেষ পর্দায় দেখা গেছে 'ফ্যানে খান' ছবিতে। ‘পিএস ওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। 'নন্দিনী' ছাড়াও 'মন্দাকিনী দেবী'র চরিত্রে দেখা যাবে তাঁকে। ১৯৯৫ সালে কল্কি কৃষ্ণমূর্তির লেখা উপন্যাস 'পোন্নিইন সেলভান' -এর প্রেরণায় নির্মিত হয়েছে ছবিটি। ‘পিএস ওয়ান’ এপিক ড্রামাভিত্তিক ছবি। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ভাষায় ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। মণি রত্মমের আগের অনেক সিনেমার মতোই এই ছবিরও সংগীত পরিচালনা করছেন এ আর রহমান।
‘পিএস ওয়ান’ ছবির বাজেট শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। জানা গেছে, ছবিটি বানাতে ৫০০ কোটি রুপির বেশি খরচ হয়েছে। ফলে এর মধ্যেই ভারতের অন্যতম ব্যয়বহুল ছবির তকমা পেয়েছে ছবিটি।
‘পিএস ওয়ান’–এ ঐশ্বরিয়া ছাড়া আছেন বিক্রম, কার্থী, জয়ম রবি, সোবিতা ধুলিপালাসহ আরও অনেকে।
ঐশ্বিরিয়া এর আগে মণি রত্মমের ‘গুরু’, ‘রাবণ’ ছবিতে অভিনয় করেছেন।