‘কাকা মুট্টাই’ ছিল ঐশ্বরিয়া রাজেশের টার্নিং পয়েন্ট

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ আলোচিত ও প্রশংসিত মালয়ালম সিনেমা। ছবিটি তামিল ভাষায় রিমেক হচ্ছে। এতে অভিনয় করছেন তামিল অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ। সাবলীল অভিনয়ে জুড়ি নেই এই দক্ষিণি অভিনেত্রীর। ১০ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। সেদিন এই ছবির তামিল রিমেকের পোস্টারে বিবাহিত নারী হিসেবে দেখা গেল ঐশ্বরিয়াকে। চলুন জেনে আসা যাক, কে এই ঐশ্বরিয়া রাজেশ।

১ / ১০
১৯৯০ সালের ১০ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে জন্ম ঐশ্বরিয়া রাজেশের।
ইনস্টাগ্রাম
২ / ১০
চেন্নাইয়ের ইথিরাজ কলেজ থেকে বাণিজ্যে স্নাতক তিনি
ইনস্টাগ্রাম
৩ / ১০
তাঁর বাবা ও দাদা ছিলেন অভিনেতা। তাঁর মা ছিলেন ড্যান্সার
ইনস্টাগ্রাম
৪ / ১০
ঐশ্বরিয়া রাজেশ প্রথম দিকে ড্যান্সার ও উপস্থাপক হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করেন
ইনস্টাগ্রাম
৫ / ১০
কম বাজেটের ছবি ‘আভারগালুম ইভারগালুম’ দিয়ে তাঁর যাত্রা শুরু হয়। যদিও তাঁর মুক্তি পাওয়া প্রথম ছবি ‘নিথানা আভান’
ইনস্টাগ্রাম
৬ / ১০
‘কাকা মুট্টাই’ ছবিটি ছিল ঐশ্বরিয়া রাজেশের টার্নিং পয়েন্ট। টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ছবিতে তিনি অভিনয় করেন বস্তির দুই শিশুর মায়ের চরিত্রে
ইনস্টাগ্রাম
৭ / ১০
ছবিটি দিয়ে তিনি ব্যাপকভাবে আলোচিত হন। তাঁর অভিনয় দর্শকের মন কেড়ে নেয়। নরওয়ে তামিল চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন তিনি
ইনস্টাগ্রাম
৮ / ১০
তামিল অভিনেত্রী হলেও তেলেগু, মালয়ালম, হিন্দি ভাষার ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া
ইনস্টাগ্রাম
৯ / ১০
‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবিতে তেলেগু তারকা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে অভিনয় করেন তিনি
ইনস্টাগ্রাম
১০ / ১০
আলোচিত মালয়ালম ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’-এর তামিল রিমেকে দেখা যাবে তাঁকে
ইনস্টাগ্রাম