এবারের আইফায় পুরস্কার পেলেন যারা

‘সরদার উধম'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ভিকি কৌশল
ছবি: ইনস্টাগ্রাম

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) এবারের আসর বসেছিল সংযুক্ত আমিরাতের আবুধাবিতে। ৩ জুন শুরু হওয়া অনুষ্ঠানটির পর্দা নেমেছে গতকাল শনিবার। সালমান খান, ববি দেওল থেকে শুরু করে বলিউডের প্রথম সারির তারকারা হাজির ছিলেন এ আয়োজনে।

‘মিমি’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি শ্যানন
ছবি: ইনস্টাগ্রাম
‘লুডো’র জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠি
ছবি: ইনস্টাগ্রাম

সারা আলী খান, অভিষেক বচ্চন, শহীদ কাপুর, অনন্যা পান্ডে, নোরা ফতেহিসহ অনেকই পারফর্ম করেন আইফাতে। শেষ মুহূর্তে কোভিড পজিটিভ হওয়ায় পারফর্ম করা হয়নি কার্তিক আরিয়ানের।

বাবা সুনীল শেঠির কাছ থেকে সেরা নবাগত অভিনেতার পুরস্কার নেন আহান শেঠি
ছবি: ইনস্টাগ্রাম
পারফর্ম করছেন সারা আলী খান
ছবি: ইনস্টাগ্রাম

৪ জুন রাতে ঘোষণা করা হয় এবারের আইফা অ্যাওয়ার্ডস। এবারের আসর সঞ্চালনা করেন সালমান খান, মণীশ পল ও রীতেশ দেশমুখ।

দর্শকদের মাতিয়ে রাখেন নোরা ফাতেহি
ছবি: ইনস্টাগ্রাম

একনজরে আইফা বিজয়ীদের তালিকা
সেরা ছবি: শেরশাহ
সেরা অভিনেতা: ভিকি কৌশল (সরদার উধম)
সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)
সেরা পরিচালক: বিষ্ণুবর্ধন (শেরশাহ)
সেরা প্লেব্যাক সিঙ্গার (নারী): আশিস কৌর, রাতে লম্বিয়া (শেরশাহ)
সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ): জুবিন নাটিয়াল, রাতে লম্বিয়া (শেরশাহ)
সেরা গীতিকার: কসুর মুনির, লেহরা দো (৮৩)
সেরা সংগীত পরিচালক: এ আর রহমান (আতরঙ্গি রে) ও জাসলিন রয়্যাল, জাভেদ মহসিন, বিক্রম মন্তরোজ, বি প্রাক ও জানি (শেরশাহ)
সেরা নবাগত অভিনেতা: আহান শেঠি (তাড়াপ)
সেরা নবাগত অভিনেত্রী: শর্বরী ওয়াগ (বান্টি অওর বাবলি ২)
সেরা অ্যাডপটেড চিত্রনাট্য: কবীর খান ও সঞ্জয় পুরান সিং চৌহান (৮৩)
সেরা মৌলিক চিত্রনাট্য: অনুরাগ বসু (লুডো)
সেরা পার্শ্ব অভিনেত্রী: সাই তামহাঙ্কর (মিমি)
সেরা পার্শ্ব অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (লুডো)

টাইগার শ্রফ
ছবি: ইনস্টাগ্রাম