২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাকিবকে পেয়ে আপ্লুত ‘মানিকে মাগে হিতে’ গায়িকা

সাকিব আল হাসানের সঙ্গে ইয়োহানিছবি: ফেসবুক

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এলপিএলের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুবাদে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলেছে ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানির।

সাকিব আল হাসানকে পেয়ে তাঁর সঙ্গে ছবি তুলতে ভোলেননি এই শ্রীলঙ্কান গায়িকা; নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেছেন ইয়োহানি।
ছবিটি নিয়ে ইয়োহানির মুখপাত্র দিলানজন সেনেভিরত্নে শনিবার বিকেলে প্রথম আলোকে জানান, সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আপ্লুত হয়েছেন ইয়োহানি। একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তাঁরা, টুকটাক কথাও হয়েছে।
এলপিএলে অংশ নেওয়া ক্রিকেটার, ধারাভাষ্যকার, কোচদের সঙ্গে ‘সাইনিং চ্যালেঞ্জ’–এ অংশ নিচ্ছেন ইয়োহানি। সাকিব আল হাসানকে একটি গান গাওয়ার চ্যালেঞ্জ জানান ইয়োহানি। তবে কোন গানটি গাইতে বলা হয়েছে—তা এখনই জানানো হয়নি। ভিডিওটি এলপিএলের ফেসবুক পাতায় প্রকাশ করা হবে।

গত রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে ‘মানিকে মাগে হিতে’ পরিবেশন করেছেন ইয়োহানি
ছবি: ফেসবুক

এলপিএলের দল গল টাইটানসে খেলছেন সাকিব আল হাসান। গত রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে ‘মানিকে মাগে হিতে’ পরিবেশন করেছেন ইয়োহানি।
ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজনাও করেন। গান করে পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলঙ্কায় তাঁকে বলা হয় র‍্যাপ কুইন। বলিউড ছবি ‘শিদ্দাত’-এর টাইটেল ট্র্যাকও গেয়েছেন তিনি।

তাঁর পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তাঁর জন্ম শ্রীলঙ্কায়। বাবা সেনা কর্মকর্তা ও মা বিমানবালা। ইয়োহানি লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন।

আরও পড়ুন