ছবিতে তারকাদের জমজমাট মহড়া

আজ বিকেলে বসছে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৪তম আসর। লালগালিচায় হেঁটে ঝলমলে মঞ্চে যাবেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। আমন্ত্রিত অতিথিদের একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দিতে প্রস্তুত তারকারা। গতকাল মধ্যরাত পর্যন্ত সেসবের জন্য নানা রকম প্রস্তুতি নিয়েছেন তাঁরা। মহড়ার ফাঁকে নিজেদের মধ্যে নানা খুনসুটিতে মেতেছিলেন তাঁরা। ছবিতে সেসব আনন্দের কিছুটা ভাগ করে নেওয়া যাক।

১ / ১২
দল বেঁধে এসেছিলেন সংগীতশিল্পী অপু আমান, ঝিলিক, জয় শাহরিয়ার, সালমা, সাব্বির, কিশোর, কর্নিয়া ও রাজীব। ছবি: প্রথম আলো
২ / ১২
মঞ্চে দেখা যাবে তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী ও তানজিম সাইয়ারা তটিনীকে। প্রথম আলো
৩ / ১২
এত খুশি কেন আফরান নিশো ও সাবিলা নূর! প্রথম আলো
৪ / ১২
সংগীত ও নৃত্যশিল্পীদের সম্মিলন থাকছে অনুষ্ঠানে। ছবি: কবির হোসেন
৫ / ১২
প্রীতম হাসান, চঞ্চল চৌধুরী আর সিয়ামের আলোচনা
৬ / ১২
মধ্যরাত পর্যন্ত মঞ্চেও মহড়া করেছেন তারকারা
৭ / ১২
নির্দেশকের ভূমিকায় তারিক আনাম খান
৮ / ১২
মেহজাবীন ও সাবিলা নূর, মহড়ার ফাঁকে
৯ / ১২
কে সৌম্য, কে দিব্য?
১০ / ১২
এই মুহূর্তে অভিনয় অঙ্গনে আলোচিত দুই যমজ জুটি তাঁরা। দুই ভাই দিব্য ও সৌম্য এবং দুই বোন টাপুর ও টুপুর। তাঁরাও থাকছেন এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার আয়োজনে
১১ / ১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ভিন্ন পরিবেশনা নিয়ে যুক্ত হচ্ছেন মেরিল-প্রথম আলো পুরস্কার আয়োজনে। তেমন একটি মুহূর্তে অনুশীলনের শেষবেলার শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১২
৯ বছর ধরে মেরিল-প্রথম আলো পুরস্কার আয়োজনে নানা চমক নিয়ে হাজির হন মেহজাবীন চৌধুরী। নৃত্য পরিচালক ইভান শাহরিয়ারের সঙ্গে এবার কিসের পরিকল্পনা করছেন তিনি? সেটা আজ শুক্রবারেই জানা যাবে। ছবি: প্রথম আলো