আজ গান শোনাবেন সালমা
২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমি আক্তার সালমার আত্মপ্রকাশ ছিল অনেকটা চমকে দেওয়ার মতো। বিচারক ও দর্শক ভোটে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন তিনি। ফোকগানে একটি নিজস্বতা তৈরি করেন। তারপর থেকে গান নিয়েই পথচলা তাঁর। এখন নিয়মিতই পথচলছেন গানের সঙ্গে। আজ ঘরে বসে তিনি শ্রোতাদের জন্য গান গাইবেন, প্রথম আলো ফেসবুক পেজে সে গান শোনা যাবে।
করোনায় ঘরে বসে দিন কাটাচ্ছেন বেশির ভাগ মানুষ। ঈদের ছুটিতেও ঘরে সময় কাটাচ্ছেন অনেকে। ঘরে বসে গান করে তাঁদের বিষণ্নতা দূর করে দিচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। এ জন্য প্রথম আলো আয়োজন করেছে ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘ঘরে বসে গান’। সংগীতশিল্পী সালমা আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে গান শোনাবেন। আজ রোববার রাতে সালমা শোনাবেন ‘আমারও পরান যাহা চায়’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’, ‘আমায় অকূলে ভাসাইয়া দিয়ো না’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ গানগুলো।
ফেসবুক লাইভের পর প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউবে গানগুলো দেখে নেওয়া যাবে। ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ, মুহিন খান, লাবিক কামাল গৌরব, অনিমা রায়, রাজীব, রাকিবা ইসলাম ঐশী, অপু আমান, স্বরলিপি, আশিকুজ্জামান টুলু, রোদিয়া, আশিক, মেহেদী হাসান, সন্দীপন, পূজা, রেহান, ঝিলিক, সুস্মিতা দে, মেহের আফরোজ শাওন, রাশেদ, সিঁথি সাহা ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।