'আমি কখনোই ব্যস্ত ছিলাম না, ব্যস্ত থাকি না'
>আজ রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক টিপু সুলতান। নাটকটি লিখেছেন হীরন জামান। তিনি এবং আলমগীর খন্দকার যৌথভাবে এ নাটকের নির্দেশনা দিয়েছেন। 'টিপু সুলতান' নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মেহবুবা মাহনূর চাঁদনী। কথা হলো চাঁদনীর বর্তমান সময় আর কাজের ব্যস্ততা নিয়ে।
আপনাকে বেশ কয়েকবার ফোন করেছিলাম।
আমি শুটিংয়ে ছিলাম। কাল রাত ১১টায় শুটিং শেষ করে বাড়ি ফিরেছি।
কিসের শুটিং?
১৫ আগস্ট উপলক্ষে বিটিভির একটা বিশেষ নাটকের। লিখেছেন হারুন-অর-রশীদ। পরিচালনা করেছন সাইফুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় একটা আধুনিক পরিবারের গল্প। আমি ছাড়া আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আজিজুল হাকিম প্রমুখ। টানা চার দিন সকাল থেকে রাত পর্যন্ত শুটিং চলল। সবাই বেশ কষ্ট করে কাজটা করেছেন।
আপনার অভিনীত ধারাবাহিক 'টিপু সুলতান' প্রচারিত হচ্ছে। এখানে আপনার চরিত্রটা কেমন?
আমিও শুনলাম, নাটকটি প্রচারিত হচ্ছে। আমার চরিত্রটা একটা ভণ্ড মেয়ের। ওঝা, ফুঁ–টু দিয়ে, সাপের খেলা দেখিয়ে প্রতারণা করে বেড়ানোই যার কাজ। কিছুটা ভৌতিক। আর একটু কমেডিও আছে।
ঈদের কাজের ব্যস্ততা আছে?
না। আমি কখনোই ব্যস্ত ছিলাম না। ব্যস্ত থাকি না। কোনো নাটকের জন্য তো কথা হয়নি। নাচের জন্য বললে অবশ্যই করব।
লকডাউনে বাড়িতে কীভাবে সময় কাটছে?
শুয়ে, বসে, রান্না করে, খেয়েদেয়ে। ওই যেভাবে সময় যায় আরকি।
বাগান করেন তো?
হ্যাঁ। আমার ছাদে শাপলা, পদ্ম আছে। ছোট করে একটা বাঁশঝাড় আছে।
পুঁটলি, পার্শিয়া, পেট্রা (চাঁদনীর পোষা কুকুর), ওরা কেমন আছে?
পুঁটলি নেই তো। ও মরে গেছে। পার্শিয়া আর পেট্রা আছে। ওরা আমাকে খুব ভালোবাসে। আমাকে এত্ত বোঝে। আমার দুঃখ–কষ্ট সব টের পায়। মানুষের চেয়ে ওরা অনেক ভালো।