বেড়াতে গিয়ে করোনায় আটকে গেলেন সুচন্দা
ছেলে অপু রায়হানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেড়াতে গিয়েছিলেন অভিনয়শিল্পী সুচন্দা। ফিরে আসার কথা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে। ছেলে ঢাকায় ফিরে এলেও মা সুচন্দা আরও কয়েকটি দিন বেড়িয়ে আসবেন, এমনটাই ছিল চিন্তাভাবনা। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে শেষ পর্যন্ত আর দেশে ফিরতেই পারেননি সুচন্দা। মেজ ভাইয়ের হাইড পার্কের বাসায় আটকে রইলেন। কবে ফিরবেন, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজ শনিবার দুপুরে প্রথম আলোকে এমনটাই জানালেন ছোট বোন বরেণ্য অভিনয়শিল্পী ববিতা।
সুচন্দার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে নিউইয়র্ক যান সুচন্দা। কয়েক দিন ছোট ভাই লিটনের নিউইয়র্কের বাড়িতে বেড়ানোর পর দেখলেন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। এরপর আরেক ছোট ভাই স্বপন তাঁর হাইড পার্কের বাসায় লিটনকেসহ সুচন্দাকে নিয়ে যান। সেখানে গিয়ে কয়েক দিন বেড়ালেন। এরপর মন টিকছে বলে আগেই ফিরে আসতে চান না। তত দিনে করোনা ঢাকায়ও ছড়িয়ে পড়ে।
তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে সুচন্দা সবার বড়। তাই যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়া বোনকে কেউ এই সময়টায় ঢাকায় আসতে দিতে চাননি। ববিতা বলেন, ‘অবস্থা যখন একটু খারাপের দিকে, তখন অগ্রিম টিকিট কেটে চলে আসতে চাইলেন বড় আপা। কিন্তু আমরা বললাম, খবরদার তোমার এখন ঢাকায় আসার কোনো দরকার নেই। বিমানবন্দরে নানা ধরনের লোকজন থাকে, কার কাছ থেকে কী ছড়ায়, কে জানে, তার চেয়ে ওখানেই আরও কয়েকটা দিন থাকো। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন এসো।’
ববিতা খুব আক্ষেপ করে বললেন, ‘কবে যে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই আশায় দিন গুনছি। আপাও খুব অস্থির হয়ে আছেন। দেশে মন পড়ে আছে। দেশের মানুষের জন্যও তাঁর খুব চিন্তা হচ্ছে। এদিকে আমারও ছেলের কাছে কানাডায় যাওয়ার কথা। কবে যে পরিস্থিতি ঠিক হবে, আমি গিয়ে ছেলেকে আদরে জড়িয়ে ধরব, বুঝতে পারছি না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, পৃথিবীর সবাইকে যেন তিনি এই অদৃশ্য ভাইরাসের কবল থেকে মুক্ত করে দেন। পৃথিবীকে আগের অবস্থায় ফিরিয়ে দেন।’