করোনায় আক্রান্ত নার্সকে জেনিফারের চমক ও উপহার
২ এপ্রিল জিমি কিমেলের লাইভে উপস্থিত ছিলেন করোনায় আক্রান্ত এক নার্স। তাঁর নাম কিম্বল ফেয়ারব্যাঙ্ক। ৪ বছর ও ১৮ মাস বয়সী দুই কন্যাসন্তানের মা কিম্বল। দুই বছর ধরে তিনি নার্স হিসেবে কাজ করছেন। তিনি মূলত হৃৎপিণ্ডের রোগের ক্ষেত্রে সেবা দিয়ে থাকেন। কীভাবে আপনি কোভিড-১৯-এ আক্রান্ত হলেন? ‘বলা কঠিন। কিছুদিন আগেও আমাদের হাসপাতালে বেশ কিছু কোভিড-১৯ পজিটিভ রোগী আসেন। আমি তাঁদের দেখাশোনা করেছি। যেকোনো জায়গা থেকেই হতে পারে। কে জানে!’
এরপরই সঞ্চালক জানান, একজন বিশেষ ব্যক্তি দেখা করতে চান কিম্বলের সঙ্গে। কে সেই ব্যক্তি? তিনি আর কেউ নন, ‘ফ্রেন্ডস’খ্যাত জেনিফার অ্যানিস্টোন। হাজির হলেন পর্দায়। কিম্বল তো জেনিফারকে দেখে থ! খুশিতে তিনি খানিকক্ষণ কথাই বলতে পারলেন না। ৫১ বছর বয়সী জেনিফার অ্যানিস্টোনই একনাগাড়ে বলে চললেন, ‘আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নেই আমার! আপনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে মানুষের জন্য কাজ করছেন। আজ কেমন লাগছে?’
হাসিমুখে কিম্বল বলেন, ‘আমি আজ সকালে উঠে ঠিক করেছি, আজ থেকে আর অসুস্থ থাকব না।’ উত্তর শুনে খুশি হলেন জেনিফার। মাঝখান থেকে জিমি অভিমানের সুরে কিম্বলকে বললেন, ‘কই, আমাকে দেখে তো এত খুশি হওনি।’
এদিকে জেনিফার জানালেন, কিম্বলসহ তাঁর মতো অন্য নার্সদের পোস্টমেটস থেকে ১০ হাজার ডলারের উপহার সনদের সুখবর দেন। ফলে তাঁরা খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী এখান থেকে অর্ডার করে নিতে পারবেন। শিগগির সুস্থ হয়ে সন্তানদের কাছে আর হাসপাতালে পৌঁছাতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করলেন কিম্বল। এভাবেই শেষ হলো সাত মিনিটের সেই লাইভ চ্যাট শো। ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে ৭ লাখ ৮৭ হাজারের বেশিবার।