স্ত্রী ও সন্তান নিয়ে প্রথমবার সেন্ট মার্টিনে নায়ক
বিয়ে করলেও এত দিন লুকিয়ে বেড়াতে যেতে হতো চিত্রনায়ক সাইমনকে। সন্তানদের কথা ভেবে কদিন আগে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এরপর থেকে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। স্ত্রী, সন্তানসহ সেন্ট মার্টিনে বেড়ানো সাইমনকে তাঁর ফেসবুকে আপলোড করা ভিডিওতে তেমনটাই দেখা গেছে। সাইমন বললেন, ‘আমি মুক্ত, আমি স্বাধীন। মনের আনন্দে ঘুরছি। এ এক অন্য রকম প্রশান্তি।’
স্ত্রী দীপা, দুই সন্তানসহ আজ শুক্রবার দ্বীপাঞ্চল সেন্ট মার্টিনে বেড়াতে গেছেন। রোববার সেখান থেকে তাঁর ফিরে আসার কথা। সাইমন বলেন, ‘আমরা চার পরিবার মিলে বেড়াতে এসেছি। বেশ কিছুদিন ধরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হচ্ছিল। বন্ধু ও তাদের স্ত্রীরা মিলে সেন্ট মার্টিন পছন্দ করল। খুব অসাধারণ সময় কাটছে। আপন মনে ঘুরে বেড়াচ্ছি। আগে তো স্ত্রীসহ কোথাও গেলে এভাবে আনন্দ করা সম্ভব ছিল না। এখন আর সেই সমস্যা নেই।’
আট বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত সাইমন। শুটিংয়ে দেশের নানা প্রান্তে গেছেন। দেশের বাইরেও অনেক ছবির শুটিং করেছেন। যাওয়া হয়নি সেন্ট মার্টিন। জীবনে প্রথমবার সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়ে ভীষণ আনন্দিত এই নায়ক। সাইমন বলেন, ‘অনেকবার ভেবেছিলাম সেন্ট মার্টিন আসার, কিন্তু হয়নি। জীবনে প্রথমবার সেন্ট মার্টিন এলাম, তা–ও আবার স্ত্রী–সন্তানসহ। দিনের পাশাপাশি রাতের সৌন্দর্যও যে কী অসাধারণ, তা না এলে বুঝতে পারতাম না। এককথায় অপূর্ব।’
চিত্রনায়ক সাইমন বিয়ে করেছেন ৬ বছর আগে। ২০১৪ সালের ২৩ ডিসেম্বর একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজ সেরে নেওয়া সাইমন দুই সন্তানের বাবা। বড় সন্তান এরই মধ্যে স্কুলে যাওয়া শুরু করেছে। ছোট সন্তানের বয়স ৬ মাস। চলচ্চিত্রে অভিনয় শুরুর কারণে স্ত্রীর পরামর্শে বিয়ের ব্যাপারটি গোপন রাখতে চেয়েছিলেন সাইমন, কিন্তু ছেলের স্কুলে যাওয়া শুরুর পর তা আর গোপন রাখতে চাননি এই নায়ক।
বিয়ের বিষয়টি না জানানোর কারণ প্রসঙ্গে সাইমন জানান, ‘আমাদের দেশে সবার ধারণা, বিয়ের খবর ভক্ত ও দর্শকেরা জানতে পারলে জনপ্রিয়তা কমে যাবে। এটা ভেবে পরিবার থেকে আমার স্ত্রী আর অন্যরা বিয়ের বিষয়টি সামনে আনতে চাইছিল না; কিন্তু আমার অভিজ্ঞতায় মনে হয়ে হয়েছে, এটা ভুল। দর্শক নায়কের কাছ থেকে ভালো অভিনয় দেখতে চান। ভালো গল্পের সিনেমা দেখতে পারলে নায়ক-নায়িকা বিবাহিত নাকি অবিবাহিত, তা মোটেও তাঁদের কাছে ম্যাটার করে না। আমি এ-ও মনে করি, বিয়ে অনেক বড় একটা আশীর্বাদ। আমি দুই সন্তানের বাবা। এটা অনেক সৌভাগ্যের ব্যাপার।’
২০১২ সালে জাকির হোসেন পরিচালিত ‘জ্বী হুজুর’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু। পরের বছর ‘পোড়ামন’-এ অভিনয় করে জনপ্রিয়তা পান। প্রশংসাও কুড়ান। এরপর আরও অসংখ্য সিনেমায় অভিনয় করেন তিনি। আর ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয় করে ২০১৯ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে এই নায়কের ‘আনন্দ অশ্রু’ ছবিটি।