ভৌতিক ছবির তারকা ফিন

ফিন উল্ফহার্ড
ফিন উল্ফহার্ড

কী নামে ডাকবেন তাঁকে? স্ট্রেঞ্জার থিংস–এর মাইক, ইট–এর রিচি, নাকি ক্যালপুর্নিয়ার ফিন উল্ফহার্ড?

নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংস সিরিজের ভক্ত যারা, ফিন উল্ফহার্ডকে তাদের না চেনার কোনো কারণ নেই। ইট ছবিতেও নিশ্চয় এই কিশোরকে অনেকে
দেখেছেন। তবে ক্যালপুর্নিয়া নামটা কি একটু অপরিচিত ঠেকছে? জানিয়ে রাখি, কানাডীয় এই তরুণ তুর্কি শুধু যে অভিনয়ে পটু তা নয়, সংগীতেও তার দখল আছে। ক্যালপুর্নিয়া হলো তার ব্যান্ডের নাম। ব্যান্ডটির মূল ভোকাল আর লিড গিটারিস্ট—দুটোর দায়িত্বই তার।

লস অ্যাঞ্জেলসে কয়েক বছর বেশ কাটছে ফিন উল্ফহার্ডের। স্ট্রেঞ্জার থিংস–এ অভিনয়ের পর থেকেই ১৭ বছর বয়সী এই অভিনেতার দম ফেলার সময় নেই। ২০১৭ সালের মেগাহিট ইট ও ২০১৯ সালের অক্টোবরে মুক্তি পেয়েছিল অ্যানিমেটেড ছবি অ্যাডামস ফ্যামিলিদ্য টার্নিং, ঘোস্টবাস্টার্স আফটারলাইফ–এর কথা নাহয় না–ই বলা হলো। অনেকেরই মনে হতে পারে, উল্ফহার্ড শুধু একই ঘরানার ছবি বা সিরিজে অভিনয় করে যাচ্ছে কেন? এই ঘরানাই কি তার প্রিয়, নাকি দর্শক স্ট্রেঞ্জার থিংসের মাইককে পছন্দ করেছে বলে পরিচালকেরা একের পর একই ধরনের চরিত্রে তাকে বেছে নিচ্ছেন? কে জানে!

ফিন উল্ফহার্ডের আদতে পরিচালক হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ৯ বছর বয়সে শুটিংয়ের সেট ঘুরে ঘুরে ভালো লেগে যায় তার। যদিও ক্যামেরার পেছন থেকে নির্দেশনা দেওয়ার ইচ্ছেটা এখনো রয়ে গেছে। ভবিষ্যতে ভূতের ছবি নিয়েই কাজ করার কথা ভাবছে সে।

অভিনেতা ও গায়ক ফিন মূলত স্ট্রেঞ্জার থিংসের মাইক হুইলার ও ইটের রিচি টোজার চরিত্র দুটির জন্য বিখ্যাত। টেলিভিশনে তার যাত্রা শুরু হয় দ্য সিডব্লিউর টিভি সিরিজ ‘দ্য হানড্রেড’ দিয়ে। সঙ্গে ‘সুপারন্যাচারাল’ টিভি সিরিজের জর্ডি পিন্সকি চরিত্রটিও তাকে জনপ্রিয়তা দিয়েছে। স্ট্রেঞ্জার থিংসইট—দুটির পটভূমিই ছিল আশির দশকের। দুর্দান্ত অভিনয় দেখিয়েছে ফিন। আর ইট চ্যাপ্টার টুতে দেখানো হয়েছে উল্ফহার্ডের বয়স্ক রূপ।

শুধু যে ভৌতিক ঘরানার ছবিই তাকে আকৃষ্ট করে, তা নয়। ভৌতিকের বাইরেও দ্য গোল্ডফিঞ্চ ছবিতে ফিন অভিনয় করেছে পার্শ্বচরিত্রে। মজার ব্যাপার হলো, ভৌতিক ছবি নাকি সে কখনোই পছন্দ করত না। একধরনের কাকতালীয়ভাবেই সে ভৌতিক ছবির অংশ হয়ে গেছে। তবে ফিন মনে করে, কমেডি, অ্যাকশন বা থ্রিলার ঘরানার ছবিগুলো এককেন্দ্রিক, অর্থাৎ সেখানে কেবল একটি স্বাদই পাওয়া যায়। ভৌতিক ছবিতে পাওয়া যায় এই সব ঘরানার মিশ্রণ।

২৪ জানুয়ারি মুক্তি পেয়েছে ফিন উল্ফহার্ড অভিনীত দ্য টার্নিং। আর ঘোস্টবাস্টার্স আফটারলাইফ মুক্তি পাবে আগামী ১০ জুলাই। নিয়তি তাকে কেন যেন বারবার ভৌতিক ছবির দিকেই টেনে নিয়ে যায়!