বছরের প্রথম তারকাবহুল অনুষ্ঠানে দেওয়া হলো পুরস্কার
চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য ‘গোল্ডেন গ্লোব পুরস্কার’ দেওয়া হচ্ছে ১৯৪৪ সাল থেকে। এই পুরস্কারের আয়োজন করছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। এবার স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের হিলটন হোটেলে দেওয়া হলো ‘৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কার’। বছরের প্রথম এই তারকাবহুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রিকি জারভেইস।
এবার চলচ্চিত্রে আজীবন সম্মাননা হিসেবে হলিউডের কিংবদন্তি তারকা টম হ্যাঙ্কসকে দেওয়া হয়েছে সিসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য আরেক জনপ্রিয় তারকা অ্যালেন ডিজ্যানারেসকে দেওয়া হয়েছে ক্যারল বার্নেট পুরস্কার।
তারকাখচিত এই অনুষ্ঠানে যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের তালিকা দেওয়া হলো এখানে।
৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কার
সেরা ছবি: নাইন্টিন সেভেন্টিন
সেরা অভিনেত্রী: রেনি জেলওয়েজার (জুডি)
সেরা অভিনেতা: জোকিন ফিনিক্স (জোকার)
সেরা মিউজিক্যাল/কমেডি ছবি: ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি ছবি): আকোফিনা (ফেয়ারওয়েল)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি ছবি): ট্যারন এগারটন (রকেটম্যান)
সেরা অ্যানিমেটেড ছবি: মিসিং লিংক
সেরা বিদেশি ভাষার ছবি: প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)
সেরা সহ-অভিনেত্রী: লনা ডের্ন (ম্যারিজ স্টোরি)
সেরা সহ-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)
সেরা পরিচালক: স্যাম ম্যান্ডেস (নাইন্টিন সেভেন্টিন)
সেরা চিত্রনাট্য: কোয়েন্টিন ট্যারেন্টিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)
সেরা সংগীত পরিচালনা: জোকার (হিলদোর গুনেদুতির)
সেরা গান: ‘আই অ্যাম গনা লাভ মি অ্যাগেইন’ (রকেটম্যান)
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): সাকসেশন
সেরা টেলিভিশন অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)
সেরা টেলিভিশন অভিনেতা: ব্রায়ান কক্স (সাকসেশন)
সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি): ফ্লিব্যাগ
সেরা টেলিভিশন অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): ফেবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)
সেরা টেলিভিশন অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): রামি ইউসুফ (রামি)