নজরুলের বাণী নিয়ে নজরুলের জন্য গান
কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ১৫টি গানের প্রথম লাইন নিয়ে নতুন একটি গান তৈরি করেছেন সংগীতশিল্পী সজীব। বললেন, ‘এবার জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে আমি ছিলাম কানাডার টরন্টোতে। সেদিন ওখানে বাসায় বসেই কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি গান তৈরি করেছি। সুর দেওয়ার পর গানটি প্রথম গেয়েছি মাছরাঙা টিভিতে “তোমায় গান শোনাব” অনুষ্ঠানে। এখন ইউটিউবেও পাওয়া যাচ্ছে গানটি।’
গতকাল বুধবার ইউটিউবে সজীবের নিজস্ব চ্যানেলে অবমুক্ত করা হয় গানটি। শিরোনাম ‘ভালোবাসার নজরুল’। গানটিতে কোন কোন গানের প্রথম লাইন ব্যবহার করা হয়েছে? সজীব জানালেন, নজরুলসংগীতের ‘আমার নয়নে নয়ন রাখি’, ‘সুরে ও বাণীর মালা দিয়ে’, ‘স্বপনে এসো নিরজনে’, ‘পিউ পিউ বিরহী পাপিয়া’, ‘আজি মনে মনে লাগে দোলা’, ‘কাবেরী নদী জলে’, ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়’, ‘খোদার প্রেমে শরাব পিয়ে’, ‘শ্যামা নামের ভেলায় চড়ে’, ‘তেপান্তরের মাঠে’, ‘নিশি নিঝুম ঘুম নাহি আসে’, ‘রুম ঝুম রুম ঝুম জল ঝুম ঝুমি’, ‘কোন কুলে আজ ভিড়ল তরী’, ‘হাসে আকাশে শুকতারা’ এবং ‘আমি চিরতরে দূরে চলে যাব’ লাইনগুলো ব্যবহার করা হয়েছে।
সজীব বললেন, ‘গানগুলোর মূল সুর, নিজস্ব ঢং আর সুরের চলন ঠিক রেখে আমি গানটি তৈরি করেছি।’
‘ভালোবাসার নজরুল’ গানের ভিডিও তিনি নিজেই তৈরি করেছেন। এমনকি এখানে ক্যামেরা, লাইট আর সম্পাদনার কাজও তাঁরই।
সজীব জানালেন, এ পর্যন্ত দেড় শতাধিক গান লিখেছেন তিনি। তাঁর গান লেখার শুরুটা ১৯৯১ সাল থেকে, উচ্চমাধ্যমিকে পড়ার সময় থেকে। তবে যে দেড় শতাধিক গানের কথা তিনি বলছেন, সেসব গান তৈরি হয়েছে ২০০৬ সাল থেকে, তিনি কানাডা থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আসার পর। এসব গানের সুর ও সংগীত পরিচালনা তিনিই করেছেন। পাশাপাশি গেয়েছেনও।
সজীবের সম্প্রতি আলোচিত হওয়া গানটি হলো ‘ভাল্লাগে না’। ইউটিউবে এসেছে গত ১৬ অক্টোবর। সজীব বললেন, ‘সমসাময়িক অনেক কিছুই তরুণ প্রজন্মের কাছে ভালো লাগে না। সেই জায়গা থেকে গানটা করা।’