২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

'শোলে'র 'কালিয়া' চলে গেলেন

আজ সোমবার সকালে মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন বিজু খোটে। ছবি: টুইটার থেকে নেওয়া
আজ সোমবার সকালে মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন বিজু খোটে। ছবি: টুইটার থেকে নেওয়া

‘আব তেরা কেয়া হোগারে কালিয়া’—বলিউডের বিখ্যাত ‘শোলে’ ছবির এই সংলাপ একসময় রীতিমতো স্লোগানে পরিণত হয়েছিল। এ সংলাপের উত্তরে ‘সর্দার, ম্যায়নে আপ কা নমক খায়া হ্যায়’ বলিউডের সবচেয়ে জনপ্রিয় সংলাপগুলোর অন্যতম। হিন্দি এই সংলাপগুলো শুনলে দুটি চেহারা ভেসে আসে। একটি ‘গব্বর সিং’ চরিত্রের আমজাদ খান, অন্যটি ‘কালিয়া’ চরিত্রের বিজু খোটে। আজ সোমবার সেই প্রবীণ অভিনেতার জীবনাবসান হয়েছে। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, পিটিআই খবরটি নিশ্চিত করেছে।

বিজু খোটের বোনের মেয়ে অভিনেত্রী ভাবনা বালসাভার বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আজ ভোর ৬টা ৫৫ মিনিটে মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন বিজু খোটে। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করছিল না। তিনি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করতে চাননি। তাই কিছুদিন আগে আমরা তাঁকে বাড়িতে নিয়ে আসি। আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল।’

তিনি জানান, আজ দুপুরে চন্দন ওয়াড়িতে বিজু খোটের শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর বোন, শুভা খোটে বলিউডের পরিচিত অভিনেত্রী।

‘শোলে’ ছবিতে আমজাদ খান ও ‘কালিয়া’ বিজু খোটে আর ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে ‘রবার্ট’ বিজু খোটে। ছবি: টুইটার থেকে নেওয়া
‘শোলে’ ছবিতে আমজাদ খান ও ‘কালিয়া’ বিজু খোটে আর ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে ‘রবার্ট’ বিজু খোটে। ছবি: টুইটার থেকে নেওয়া

বিজু খোটের বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৬৪ সালে ‘ইয়া মালাক’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু হয় তাঁর। ‘শোলে’, ‘কোরবানি’, ‘নাগিনা’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘আন্দাজ আপনা আপনা’ বলিউডের বহু সুপারহিট এসব ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে ‘রবার্ট’ চরিত্র অসাধারণ অভিনয় করেছেন বিজু খোটে। ছবিতে তাঁর সংলাপ ‘গলতি সে মিসটেক হো গ্যায়া’ দারুণ জনপ্রিয় হয়। গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরবর্তী সময়ে বিভিন্ন ছবিতে হাসির দৃশ্যে সংলাপটি ব্যবহার করা হয়। এই সংলাপ নিয়ে গানও হয়েছে। তবে বলিউডের দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রাখবেন ‘শোলে’ ছবির ‘কালিয়া’ চরিত্রটির জন্য। গব্বরের ডান হাত কালিয়ার সঙ্গে গব্বরের সংলাপ অনেকেরই ঠোঁটস্থ।

হিন্দি ও মারাঠি ভাষার তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন বিজু খোটে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে মারাঠি থিয়েটারে অভিনয় করেছেন। তাঁকে শেষ দেখা যায় ২০১৮ সালের ছবি ‘জানে কিঁউ দে ইয়ারো’তে। এ ছাড়া ‘গোলমাল থ্রি’, ‘অতিথি তুম কাব যাওগে’ এবং ‘আজব প্রেম কি গজব কাহানি’।

ঋষি কাপুর লিখেছেন, ‘অনেক বছরের পুরোনো আমাদের বন্ধুত্ব। মনে পড়ে দুই বন্ধু বাইক চালাতাম। আমরা সে সময় হলিউডের ছবি দেখে দিনের পর দিন কাটিয়েছি। আমরা তোমাকে মিস করব। আহ বিজু!’