শুটিংয়ে মুখর চলচ্চিত্রপাড়া
এ বছরের শুরুর দিকে চলচ্চিত্রপাড়া খুব একটি সুখবর বয়ে আনেনি। কিন্তু চলতি মাসে ছবি মুক্তি ও নতুন ছবির শুটিং মিলিয়ে সরগরম চলচ্চিত্রপাড়া। এ মাসে মুক্তির তালিকায় আছে বেশ কয়েকটি তারকাবহুল ছবি। মায়াবতী, অবতার, সাপলুডু ছবিগুলোর কথা বলা যায়। এসব ছবিতে আছেন নুসরাত ইমরোজ তিশা, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, আরিফিন শুভ, জাহিদ হাসান, ইয়াশ রোহানের মতো অভিনেতারা। আবার আগামী মাসের প্রথমেই আছে শাকিব-নুসরাত ফারিয়া অভিনীত শাহেনশাহ। তারকাবহুল ছবি মুক্তির পাশাপাশি বেশ কয়কেটি ভালো ছবির শুটিংও চলছে এই সময়ে—গিয়াস উদ্দিন সেলিমের পাপ পুণ্য, রায়হান রাফির পরান, অমিতাভ রেজার রিকশা গার্ল, বদিউল আলম খোকনের আগুন, আবু তাওহীদের আদম ইত্যাদি।
চলচ্চিত্রের এই ক্রান্তিকালে কিছু ভালো ছবির মুক্তি এবং তারকাবহুল কিছু ভালো ছবির শুটিং হওয়াকে সিনেমার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, বতর্মান সময়ে সিনেমাশিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। এটা বেশ ইতিবাচক।
চঞ্চল চৌধুরী, সিয়াম, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ—এক দঙ্গল তারকা নিয়ে ২৬ আগস্ট থেকে চাঁদপুরে শুটিং চলছে পাপ পুণ্য ছবিটির। ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমার মনে হচ্ছে এ সময়টা সিনেমার সম্ভাবনার সময়। বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। ভালো ভালো পরিচালক ভালো ভালো মৌলিক গল্প নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা তো কাজ শুরুই করেছি। আমার জানামতে তরুণ ও মেধাবী পরিচালক মেজবাউর রহমান সুমনও আগামী মাস থেকে ছবির শুটিং শুরু করবেন।’
২ সেপ্টেম্বর থেকে ময়মনসিংহের লোকেশনে শুটিং চলছে পরান ছবির। রোমান্টিক গল্পের এই ছবিতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান প্রমুখ। ছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘বাংলা সিনেমার বর্তমান অবস্থান পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সংখ্যায় কম হলেও বেশ কিছুদিন হলো আমাদের এখানে ভালো কিছু ছবি তৈরি হচ্ছে। মুক্তির পর বেশ কিছু ছবি দর্শকদের আকর্ষণ করতে পেরেছে। আস্তে আস্তে ভালো ছবির সংখ্যা বাড়বে। ভালো গল্প, ভালো মানের ছবির প্রতি দর্শকের একটা আস্থাও তৈরি হচ্ছে।’
শুটিং চলছে শাকিব খান অভিনীত অ্যাকশন ঘরানার ছবি আগুন–এর। এর পরিচালক বদিউল আলম খোকন মনে করেন, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র আকাশে যে মেঘ জমেছে, তা অচিরেই কেটে যাবে। এই পরিচালক বলেন, ‘সরকার থেকে শুরু করে চলচ্চিত্রের মানুষেরা—সবাই যাঁর যাঁর জায়গা থেকে কাজ করে যাচ্ছেন। আশি করছি এ বছর থেকেই ফল পাব।’
তবে হতাশা প্রকাশ করেছেন রিকশা গার্ল ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। তিনি বলেন, ‘হয়তো কিছু ভালো ছবি তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশের সিনেমা নিয়ে আমি এখনো আশাবাদী হতে পারছি না। তবে প্রেক্ষাগৃহে না হলেও ডিজিটালি বাংলাদেশের সিনেমার প্রচুর সম্ভাবনা আছে।’
রিকশা গার্ল ছবির শুটিং শেষ। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিটিতে অভিনয় করেছেন চম্পা, নভেরা, মোমেনা চৌধুরী, অ্যালেন শুভ্র প্রমুখ।
এ ছাড়া বেশ কিছু ছবির নাম শোনা যাচ্ছে এখন চলচ্চিত্রপাড়ায়। কিছুদিন আগেই আবু তাওহীদের ছবি আদম–এর শুটিংয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। ছবিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। দুজনই একদম গ্রামীণ তরুণ–তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন। সঙ্গে আছেন অ্যালেন শুভ্র। তরুণ ও সম্ভাবনাময় পরিচালক মেসবাউর রহমান সুমন ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র বানানোর। সবকিছু মিলে চলচ্চিত্রপাড়া এই মুহূর্তে বেশ প্রাণচঞ্চল।
এ ছাড়া শুটিং চলছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত মিশন এক্সট্রিম ছবিটির। ছবির পরিচালক ফয়সাল আহমেদ। পরীমনি ও সিয়াম অভিনীত চয়নিকা চৌধুরীর সিনেমা বিশ্ব সুন্দরীরও শুটিং চলছে। কাজ চলছে দীপঙ্কর দীপন পরিচালিত ছবি ২০৪০–এর। এই ছবিতে দেখা যাবে বাপ্পী, নুসরাত ফারিয়া ও নুসরাত ইমরোজ তিশাকে। কাজী হায়াতের বীর সিনেমাটিরও শুটিং চলছে বলে জানা গেছে।