'৫ কোটি টাকার কমে কী করে ছবি হয়'
‘একসময় বাংলাদেশের চলচ্চিত্রের সুদিন ছিল। সে সুদিন এখন একেবারেই দুর্দিন তা আমি বলব না। বলব না এ কারণে যে আমাদের এখানে শাকিবের মতো প্রতিভা আছে, মেধা আছে। যে শুধু এ বাংলায় নয়, ওপার বাংলায়ও বহু দর্শক শ্রোতার হৃদয় জয় করেছে। আমাদের দেশেও সম্ভাবনা আছে, ভালো কাহিনিও আছে।’
গতকাল সোমবার সন্ধ্যায় শাকিব খান-জাহারা মিতুর ‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠানে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গতকাল সন্ধ্যায় ‘আগুন’ ছবিটির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে তিনি ‘পুরোনো ভুতুড়ে বাড়ির মতো হয়ে গেছে’ মন্তব্য করে এফডিসিকে নতুন মডেলে ঢেলে সাজানোর পরামর্শ দেন।
বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ চলচ্চিত্রটিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’–এর প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। এ ছাড়া চলচ্চিত্রটিতে মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ শিল্পীর অভিনয় করার কথা। চলচ্চিত্রে নতুন আসা অভিনেত্রী জাহারা মিতুর উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সুচিত্রা সেন এসেই সুচিত্রা হননি, উত্তমকুমার এসেই উত্তম হননি। শাকিব খান এসেই শাকিব খান হননি। প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হয়েছে। নিজেকে প্রমাণ করেই এগিয়ে যেতে হবে। সময় লেগেছে, সময়ের সিঁড়ি বেয়ে বেয়ে শিখরে উঠতে হয়েছে। অপেক্ষা করতে হবে। কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্ট যার আছে, সে চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে। নির্ভয়ে চ্যালেঞ্জ অতিক্রম করার নামই হচ্ছে জীবন। যে জীবনসংগ্রামের, ঢেউ অতিক্রম করতে জানে, সেটাই হচ্ছে সার্থক জীবন।’ নতুন চলচ্চিত্রের প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘“আগুন” কেমন আগুন ছড়াবে আমি জানি না, কাহিনিটি পড়ে দেখিনি। ছবিটির জন্য শুভকামনা থাকল।’ চলচ্চিত্রের ৬০ লাখ টাকা অনুদান অপ্রতুল মন্তব্য করে চলচ্চিত্রে বিনিয়োগ বাড়ানোর কথা বলেন। ‘৬০ লাখ টাকা বিনিয়োগে চলচ্চিত্র বানিয়ে আমরা এ শিল্পের উন্নয়ন করতে পারব না,’ বলেন মন্ত্রী। তিনি প্রশ্ন করেন, পাঁচ কোটি টাকার কমে কী করে ছবি হয়? এ পর্যন্ত ১৭৯ বার পদ্মা সেতুর কাজ দেখতে গেছেন জানিয়ে মন্ত্রী মন্তব্য করেন, কাজকে ভালোবাসতে হবে। তাহলে সাফল্য আসবে।
‘আগুন’ নিয়ে আশাবাদী নায়ক শাকিব খান। বিগত সময়ে কয়েকটি চলচ্চিত্রের সাফল্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘রাত যত গভীর হবে, দিন তত কাছে আসবে। আমাদের চলচ্চিত্রের দিন শেষ হয়ে যায়নি। সুদিন শুরু হয়ে গেছে। সেদিন আর বেশি দূরে নেই, যেদিন আমরা বাংলাদেশে বসে শুধু স্থানীয় সিনেমা হলের খবর নেব না, পাশাপাশি আমরা জানব আন্তর্জাতিকভাবে কত ব্যবসা করছে আমাদের ছবি।’ নায়ক শাকিব খান আরও বলেন, ‘নির্মাতা বদিউল আলম খোকনের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। আগেও তাঁর পরিচালনায় অনেকগুলো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছি। আশা করি, আবারও ভালো কিছু হতে যাচ্ছে।’ তিনি জানান, দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় ঈদে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমা মুক্তি পাবে। সেটিও সুপারহিট হবে আশা করছেন তিনি।
এর আগে নিজের ছবিতে নতুন নায়িকা প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান প্রথম আলোকে বলেন, ‘চাইলে আমি কলকাতা থেকে এ ছবির নায়িকা নিতে পারতাম। কিন্তু আমি চাই, আমাদের দেশের শিল্পীদের মাধ্যমেই দেশের চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হোক। আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নায়িকা দরকার। আশা করছি, মিতু ভালো করবে।’
মহরত অনুষ্ঠানে নিজের বাবাকে স্মরণ করে নবাগতা জাহারা মিতু বলেন, ‘জীবনে প্রথমবার কোনো অনুষ্ঠানে কথা বলতে এসে নার্ভাস ফিল করছি। এমনিতে সময়টা অস্থির, ডেঙ্গু–বন্যায় সবার মন অস্থির হয়ে আছে। এটাও আমার নার্ভাসের আরেকটি কারণ।’ তিনি বলেন, ‘সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি অনেক খুশি। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে শাকিব খান একজন মেগাস্টার। তিনি আমাকে তাঁর বিপরীতে অভিনয়ের সুযোগ দিয়েছেন। পরিচালক আমার ওপর আস্থা রেখেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘এমনিতেই আমাদের চলচ্চিত্রশিল্পে নায়িকার খুব সংকট। এ অবস্থায় শাকিবের হাত ধরে নতুন একটা মুখ এলে সেটা হবে আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য আশীর্বাদ।’
মহরত অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মৌসুমি মৌ। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন ‘আগুন’-এর নায়ক, নায়িকা, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরুসহ সিনেমা–সংশ্লিষ্টরা।
‘আগুন’ সিনেমার গল্প লিখছেন কমল সরকার। প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া।