ভারত রং উৎসবে তিন নাটক

ওপেন কাপল নাটকের দৃশ্যে জিয়াউল হাসান কিসলু ও সারা যাকের
ওপেন কাপল নাটকের দৃশ্যে জিয়াউল হাসান কিসলু ও সারা যাকের

ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘২০ তম ভারত রং মহোৎসব ২০১৯’ নাট্যোৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের তিনটি নাটক। নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘ওপেন কাপল’, ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ‘ম্যাকবেথ’ ও ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ‘কিং ইদিপাস’।

নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘ওপেন কাপল’ নাটকটির দিল্লি ও বানারসে মোট দুটি প্রদর্শনী হবে। দারিও ফো এবং ফ্রাঙ্কা রামে রচিত এই নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সারা যাকের। অভিনয় করেছেন সারা যাকের ও জিয়াউল হাসান কিসলু। দাম্পত্য জীবনের যৌন সম্পর্ক নিয়ে খোলামেলা আলাপ করা হয়েছে নাটকটিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’ নাটকটিও অংশগ্রহণ করছে এই উৎসবে। নয়াদিল্লির শ্রীরাম কেন্দ্র এবং ঝাড়খন্ডের রাঁচিতে মঞ্চস্থ হবে নাটকটি। এ ছাড়া নাটকটি ভারতে যাওয়ার আগে ২৮,২৯, ৩০ ও ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে এবং আগামী ২,৩, ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক ইসরাফিল শাহীন।

ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের প্রযোজনা ‘কিং ইদিপাস’। চট্টগ্রামের এই প্রযোজনাটিও প্রদর্শিত হবে উৎসবে। সফোক্লিসের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।