আনিসুল হকের গল্পে শাকিব খান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক শামীম আহমেদ, কথাসাহিত্যিক আনিসুল হক ও নায়ক শাকিব খান
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক শামীম আহমেদ, কথাসাহিত্যিক আনিসুল হক ও নায়ক শাকিব খান

চলচ্চিত্রটির গল্পে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। সেই গল্পে শাকিব খানের ব্যক্তিজীবনেরও কিছু অংশ থাকবে। আর সেই চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখছেন কথাসাহিত্যিক আনিসুল হক। এটি শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে তৈরি হবে। গত সোমবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনিসুল হকের সঙ্গে এসকে ফিল্মসের চুক্তি স্বাক্ষর হয়েছে।

সিনেমার গল্পের বিষয়ে কিছু না বললেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির প্রযোজক ও নায়ক শাকিব খান। তিনি বলেন, ‘ছবির নাম ও গল্প এখনই বলতে চাইছি না। তবে কাজটি করছি। আনিসুল হকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।’

আনিসুল হকের কাছ থেকে গল্প ও চিত্রনাট্য নেওয়া প্রসঙ্গে নায়ক শাকিব খান বলেন, ‘এক সময় সৈয়দ শামসুল হক, মমতাজউদদীন আহমদ, আমজাদ হোসেন, মনিরুজ্জামান, জহির রায়হানের মতো গুণীজনেরা আমাদের সিনেমায় মৌলিক গল্প ও চিত্রনাট্য লিখতেন। বড় বড় সাহিত্যিক, ঔপন্যাসিক, কবিদের সিনেমায় আনাগোনা ছিল। দেশীয় সিনেমাকে আগের জায়গায় ফিরিয়ে নিতে তাঁদের মতো দেশবরেণ্যদের বর্তমানে সিনেমায় আসা দরকার।’

আনিসুল হকের গল্পে দারুণ কিছু হবে বলে আশা করছেন শাকিব খান। তিনি বলেন, ‘মৌলিক গল্পের সিনেমা হবে এটি। বাজেটে কোনো আপস করব না। আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। প্রযোজনা–পরবর্তী কাজ দেশের বাইরে করব। এটি আমার স্বপ্নের প্রকল্প।’

সিনেমাটি পরিচালনা করবেন শামীম আহমেদ। তিনি বলেন, ‘এখন চিত্রনাট্যের কাজ চলছে। তাড়াহুড়ো করে কাজটি করতে চাইছি না। প্রযোজনা–পূর্বের কাজ পুরোপুরি শেষ করেই শুটিংয়ের দিন ঠিক করতে চাই।’