কোটা আন্দোলন নিয়ে তারকারা কে কী লিখলেন

অভিনেতা রওনক হাসান
ছবি: প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলন নিয়ে টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে পোস্ট করেছেন। সেগুলোই তুলে ধরা হলো।

অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান মনে করেন, কোটা সংস্কার হতেই পারে। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের জন্য কোটা এমনিতেই দু-চার বছর পর অকার্যকর হয়ে যাবে! রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত।

রওনক আরও লিখেছেন, ‘সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীর এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো, তা দেখে এটাই স্পষ্ট, এর মাস্টারমাইন্ড কারা।’

পরিচালক আশফাক নিপুন
ছবি: চরকি

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা হয়েছে। দুজন ছাত্রীকে পেটাচ্ছেন একজন। তেমন একটি ছবি মন্তব্যের ঘরে পোস্ট করে পরিচালক আশফাক নিপুণ লিখেছেন, ‘ছাত্রদের পাশে দাঁড়ান।’

‘দেয়ালের দেশ’ সিনেমার পরিচালক মিশুক মনি ফেসবুকে লিখেছেন, ‘এই সব দৃশ্য শহরে হু হু করে হাহাকার নামায়। মুক্তিযোদ্ধার বিরোধিতা করা আর মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা করা এক নয়। এই মুল্লুকে সরকারের বিরুদ্ধে কথা বললে রাজাকার হয়ে যায়। সরকারের চেয়ারধারী কোনো কর্তার দুর্নীতি নিয়ে কথা বললে রাজাকার হয়ে যায়। দাবি আদায়ে আন্দোলনে নামলে রাজাকার হয়ে যায়।’

‘দেয়ালের দেশ’ ছবির পরিচালক মিশুক মনির
ছবি: ফেসবুক

মিশুক আরও লিখেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নামা ছাত্রদের আজ ছাত্রলীগ কর্মীরা হেলমেট পরে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে আহত করেছে। কেন? অথচ সরকার তার প্রতিনিধিদল পাঠিয়ে ছাত্রদের সঙ্গে আলাপ করতে পারত।’

তরুণ গায়ক তাসরিফ খান
ছবি: ফেসবুক

তরুণ গায়ক তাসরিফ খান আন্দোলনে শিক্ষার্থীদের পাশে রয়েছেন। তিনি মনে করেন, এটা যৌক্তিক। এই সংস্কারের পক্ষে তিনি। এই গায়ক লিখেছেন, ‘ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না।’