২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আমি যেন বাতাসের সুর হয়ে বাংলায় গান গাই

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। উঠে আসে তারকাদের মনের কথা। এসব পোস্টে কেউ মনের অব্যক্ত ভাব প্রকাশ করেন, কেউ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন দেশের সাম্প্রতিক ঘটনা ও নানা অভিজ্ঞতার কথা। একনজরে দেখে নিতে পারেন তারকাদের মনের কথা...
১ / ৪
অঞ্জনা ভারতীয় অভিনেত্রী শাবানা আজমির জন্মদিন উপলক্ষে তাঁর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে বাংলাদেশি চিত্রনায়িকা অঞ্জনা লিখেছেন, ‘শুভ জন্মদিন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি আপা। ভারতীয় চলচ্চিত্রের নব কল্লোল সময়ে সমান্তরাল ছবির অন্যতম প্রধান অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ভারতের অন্যতম অভিনেত্রী হিসেবে তাঁকে বিবেচনা করা হয়। এই শিল্পী কেবলই নান্দনিক অভিনয়ের জন্য নয়, সমাজকল্যাণমূলক কাজের জন্যও আলোচিত এবং প্রশংসিত। উর্দু ভাষার কবি কাইফি আজমি এবং মঞ্চাভিনেত্রী শওকত আজমি–কন্যা সামাজিক উন্নয়নমূলক কাজেই ঢাকা এসেছিলেন তাঁর স্বামী কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে, সে সময় এফডিসিতে জমকালো আয়োজনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। আজ ১৮ সেপ্টেম্বর শাবানা আজমি আপার জন্মদিনে তাঁর প্রতি শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা।’
২ / ৪
নতুন কোনো কাজের খবরে নেই চিত্রনায়িকা পরীমনি। তবে তাঁকে ঘিরে বরাবরই থাকে আলোচনা। এ স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এ জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে–খেলতে ওদের নিয়ে জীবন উদ্‌যাপন করছি। আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস। আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারও জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’
৩ / ৪
উচ্চশিক্ষায় গত বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার সিডনি যান পরিচালক শাফায়েত মনসুর রানা। তার আগে ‘অদৃশ্য’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেন তিনি। সিরিজটি মুক্তি পায় গত বছরের অক্টোবরে। রাজনৈতিক ড্রামা ও থ্রিলার ঘরানার এই সিরিজে অভিনয় করেন মাহফুজ আহমেদ ও অপি করিম। সম্প্রতি দেশে ফিরেছেন শাফায়েত। এসেই দেখা করেন তাঁর সিরিজের অভিনেত্রী অপি করিমের সঙ্গে। স্থিরচিত্রটি পোস্ট করে পরিচালক তাই লিখেছেন, ‘অদৃশ্য থেকে দৃশ্যমান।’
৪ / ৪
দুই মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রে ছিলেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। ফিরে এসেই পাঁচটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। এখন চলছে ভিডিও চিত্র ধারণের কাজ। আজ এই শিল্পী ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘পরপর আমি যেন বাতাসের সুর হয়ে বাংলায় গান গাই।’