চঞ্চলে গর্বিত সৃজিত
‘কারাগার’ সিরিজে অনবদ্য অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রায় সংলাপহীন চরিত্রে চোখজোড়া আর মুখভঙ্গি দিয়ে অভিনয়ে আলোচনায় এসেছেন তিনি। বাংলাদেশ তো বটেই, ভারতের দর্শকদের কাছেও সমাদৃত চঞ্চল। শুধু সাধারণ দর্শক নন, ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জিও ‘কারাগার’–এ চঞ্চলের অভিনয়ে মুগ্ধ হয়েছেন। আজ রোববার এক ফেসবুক পোস্টে সৃজিত লিখেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে অভিনয় শেখানোর জন্য চঞ্চল চৌধুরীর “চোখ” অভিনয় শেখার প্রতিষ্ঠানে সংরক্ষণ করা উচিত।’
সেই পোস্টের মন্তব্যের ঘরে মালয়ালম অভিনেতা ফাহাদ ফসিলের সঙ্গে চঞ্চল চৌধুরীর তুলনা টানছেন কেউ কেউ। ‘কারাগার’ ছাড়াও ‘তাকদির’–এ দুর্দান্ত অভিনয় করেছেন চঞ্চল, সেই বিষয়টিও উঠে আসছে ভক্তদের মন্তব্যে। ‘কারাগার’ সিরিজে রহস্যময় এক কয়েদির চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল, হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি। যিনি বোবার ভান ধরে থাকেন, ইশারা ভাষায় নিজেকে মীরজাফরেরর খুনি বলে দাবি করেন। তাঁর পরিচয় উদ্ধারে নেমে হ্যাপায় পড়ে জেল কর্তৃপক্ষ।
মাসখানেক আগে মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমায় জেলের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল, সেই সিনেমা নিয়ে আলোচনার মধ্যেই ‘কারাগার’–রহস্যময় এক চরিত্রে দর্শকদের চমকে দিলেন তিনি। ‘কারাগার’–এর দ্বিতীয় মৌসুম বছরের শেষে কিংবা আগামী বছর মুক্তি পাবে।
সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় ‘কারাগার’ সিরিজে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।