মা আসছে আমার বাসায়, কী যে সুখ, কী যে আনন্দ...

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৪
অভিনয়শিল্পী, নাট্যকার ও পরিচালক আবুল হায়াত এখন আছেন যুক্তরাষ্ট্রে। স্ত্রী মাহফুজা খাতুন শিরিনকে নিয়ে ঘুরছেন মনের আনন্দে। যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাওয়ার পথে ছবিটি পোস্ট করে আবুল হায়াত লিখেছেন, ‘কানাডার পথে...সিয়াটল হয়ে...জেএফকেতে বসে।’
২ / ৪
পরিবার অন্তঃপ্রাণ অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীর মা গ্রাম থেকে ঢাকার বাসায় এসেছেন। সেই খবর জানিয়ে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘অনেক দিন পর। সকালে ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখলাম। মা আসছে আমার বাসায়। কী যে সুখ! কী যে আনন্দ! অনেক চেষ্টা করি সব সময় মাকে কাছে রাখতে, তাঁর ওই একই কথা, ঢাকায় বেশি দিন থাকলে দম বন্ধ হয়ে আসে। গ্রামের খোলা আকাশ, খোলা বাড়ি, আশপাশে পাড়া–প্রতিবেশী। কত কিছু। আর বছরখানেক হলো তাঁর আরেকটা আবদার, “তোর বাবা”র পুরো স্মৃতিটাই তো ওই বাড়িজুড়ে!’
৩ / ৪
সন্তান আইজান নেহানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়া থাকেন ঢালিউডের একসময়ের দাপুটে নায়িকা শাবনূর। সন্তানকে নিয়ে এদিক-ওদিক ঘোরাঘুরির স্থিরচিত্র আর ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন। আজ বুধবার সন্তানের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘লাভ ফরএভার।’
৪ / ৪
অভিনয়ের পাশাপাশি লেখালেখি করেন লাক্স তারকা শানারেই দেবী শানু। নিজের একটি স্থিরচিত্র পোস্ট করে উপলব্ধির কথা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘সেদিনও এমনি এক ক্লান্ত সময়ে জীবনের সবচাইতে সত্যি উপলব্ধিটা হয়েছিল। হয়তো ঠিকঠাক ঠাওর করে উঠতে পারিনি সেদিন। জীবনের কঠিন বা ক্লান্ত সময়েই সেরা উপলব্ধিটা সময়মতো বুঝে নিতে হয়। নতুবা জীবনের সত্য উপলব্ধি হারিয়ে ফেলতে হয়, হারানোর ভয়ে মুষড়ে পড়তে হয়। আমি জেনেছি সেদিন, তোমাকে হারানোর ভয় পেলেই শব্দেরা নিশ্চুপ শব্দহীন হয়ে যায়। প্রিয় কিছু হারানোর থেকে ক্লান্তিকর কিছু নেই। নিয়তির কাছে মিনতি ভীষণ, এমন ক্লান্তি যেন আসে না কখনো আর। তোমাকে হারালেই আমার শব্দের স্বপ্নেরা পথ হারায় বারবার। তোমাকে ছুঁয়েই যেন জেগে থাকে স্বপ্নেরা বিনিদ্র রাত হাজার হাজার। শব্দ, তুমিবিহীন ক্লান্ত ক্ষণ চাই না আর… ক্লান্ত–ভ্রান্ত সময়েও ভালোবাসায় থেকো শব্দের সংসারে আমার।’