বিশ্বকাপে তারাও হয়ে উঠেছেন নিয়মিত মুখ

শ্রাবণ্য তৌহিদা, মৌসুমী মৌ, নীল হুরেজাহান ও রুহানি সালসাবিল— বিশ্বকাপে তারাও হয়ে উঠেছেন নিয়মিত মুখকোলাজ : প্রথম আলো

কাতারে জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ। টিভি পর্দা থেকে ঘর, চায়ের দোকান আর অফিসপাড়া—সবখানে ছড়িয়ে পড়েছে মাঠের উত্তেজনা। প্রতিটি ম্যাচের শুরুতে, বিরতিতে ও শেষে সম্প্রচারিত হচ্ছে ম্যাচের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান। ফুটবল-বিশেষজ্ঞদের পাশাপাশি এসব অনুষ্ঠানের সঞ্চালকের দিকেও দর্শকের চোখ থাকে।

শ্রাবণ্য তৌহিদা, মৌসুমী মৌ, নীল হুরেজাহান ও রুহানি সালসাবিল—এই চার উপস্থাপককে এবার ফুটবল বিশ্বকাপ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাচ্ছে। তাঁদের কেউ আগে যেমন ক্রিকেট নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, কেউ আবার এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলের মতো বড় আয়োজন নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সবচেয়ে বেশি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সবচেয়ে বেশি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা। আট বছর ধরে উপস্থাপনা করছেন তিনি, ফুটবল বিশ্বকাপের অনুষ্ঠান করছেন দ্বিতীয়বারের মতো। বিশ্বকাপ ক্রিকেট নিয়েও আগে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে জিটিভিতে ‘ফুটবল ম্যানিয়া’, চ্যানেল ২৪-এ ‘ফ্যান ক্লাব’, এটিএন বাংলায় ‘কিক অফ’ এবং বিটিভিতে ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্টস’ নিয়মিত উপস্থাপনা করছেন শ্রাবণ্য। খেলার মধ্যে ক্রিকেট বেশি প্রিয় হলেও ফুটবলও তাঁর ভালো লাগে। শ্রাবণ্য তৌহিদা বললেন, ‘বছরের পর বছর ক্রিকেট নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করতে করতে যেমন বেশ অভিজ্ঞতা হয়ে গেছে, ফুটবলে ততটা নয়। তাই ফুটবল নিয়ে পড়াশোনা করতে হয় অনেক বেশি। হাই ভোল্টেজ খেলাগুলো তো মনোযোগ দিয়ে দেখতে হয়।’

তবে এবার তাঁকে আরেকটি চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হয়েছে। এ প্রসঙ্গে আর্জেন্টিনার সমর্থক শ্রাবণ্য বললেন, ‘প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনা হেরে যায়। এরপরও আমাকে উপস্থাপনা করতে হচ্ছিল। এত খারাপ লাগছিল যে কান্না চলে আসছিল। তারপর নিজেকে সামলে নিয়ে কাজ শেষ করেছি।’

ডিবিসিতে ‘মেসি-রোনালদো-নেইমার আমি, তুমি, কে কার?’ নামে অনুষ্ঠান উপস্থাপনার ফাঁকে মৌসুমী মৌ
ছবি : সংগৃহীত

শ্রাবণ্যর পাশাপাশি ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্টস’ উপস্থাপনা করছেন মৌসুমী মৌও। এর বাইরে ডিবিসিতে ‘মেসি-রোনালদো-নেইমার আমি, তুমি, কে কার?’ নামে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। মৌয়ের মতে, ২০২২ কাতার বিশ্বকাপে অনেকগুলো প্রথম বিষয় আছে। এই যেমন প্রথম নারী রেফারি, প্রথম মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ, প্রথম টেকনো বল আর তাঁরও প্রথম বিশ্বকাপ ফুটবল শো। তিনি বললেন, ‘এর আগে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপস্থাপনা করেছি। এরপরই ফুটবল বিশ্বকাপ শো শুরু করেছি। আমার জন্য এটা ভীষণ আনন্দের!’

কথায় কথায় মৌ বললেন, ‘ডিবিসির শোটা আমার উপস্থাপনা জীবনে একটা বিশেষ শো হবে বলে আশা করছি। গত কয়েক দিনে দর্শক প্রতিক্রিয়া ও সমালোচকদের মন্তব্যে অন্তত তাই মনে হচ্ছে। এই শো দিয়ে দর্শকের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ আছে। প্রতি পর্বে ৩ জন ফুটবল-ভক্ত সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকেন, দেশের নানা প্রান্ত থেকে আসেন তাঁরা। বিশ্লেষক হিসেবে থাকেন একজন তারকা অতিথি ও একজন খেলোয়াড়।’

ফুটবল নিয়ে মৌ আরও বলেন,‘বলটা গোলপোস্টে ঢুকলে গোল হয়, একসময় শুধু এইটুকু বুঝে পছন্দের টিমের খেলা দেখতাম। এখন ফরমেশন, ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, অফসাইড বুঝে খেলা দেখি। খুব আনন্দ নিয়ে ফুটবল বিশ্বকাপের শো করছি।’

টি স্পোর্টস-এ ‘লাইভ দ্য গেম’ উপস্থাপনা করছেন নীল হুরেজাহান
ছবি : সংগৃহীত

টি স্পোর্টস-এ ‘লাইভ দ্য গেম’ উপস্থাপনা করছেন নীল হুরেজাহান। তাঁর মতে, চ্যানেলটি বিশ্বকাপ ফুটবলের অফিশিয়ালি সম্প্রচার করছে, তাই অন্য চ্যানেলে প্রস্তাব থাকা সত্ত্বেও এখানেই উপস্থাপনা করছেন। তিনি বললেন, ‘ফুটবল নিয়ে প্রথমবার উপস্থাপনা। ক্রিকেট নিয়ে অনুষ্ঠান তো অনেক দিন ধরে করছি। ছোটবেলা থেকেই পরিবারের সবার সঙ্গে ফুটবল খেলা দেখি। সে কারণে খেলার প্রতি ভালোবাসাটা আছে। বাকিটা শোয়ের জন্য পড়াশোনা করতে করতে হয়ে গেছে।’ নীলের প্রিয় দল ব্রাজিল। তাই এখন পর্যন্ত শ্রাবণ্যর মতো অভিজ্ঞতা হয়নি।’

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এই একটি অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে যুক্ত আছেন রুহানি সালসাবিল, ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্টস’ অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হচ্ছে
ছবি : সংগৃহীত

বিটিভির ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্টস’ অনুষ্ঠানটিতে শ্রাবণ্য তৌহিদা আর মৌসুমী মৌ ছাড়াও আছেন আরেকজন নিয়মিত উপস্থাপিকা, তিনি রুহানি সালসাবিল। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এই একটি অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে যুক্ত আছেন তিনি। ২০১৮ সালেও নাগরিক টেলিভিশনে বিশ্বকাপ ফুটবলবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। তাঁর মতে, ‘খেলার সময়ে এ ধরনের অনুষ্ঠানের প্রতি সবারই একটা আগ্রহ থাকে। তাই প্রস্তুতিও নিতে হয় অন্য অনুষ্ঠানের চেয়ে বেশি। বেশ ভালো লাগে এমন অনুষ্ঠান উপস্থাপনা করে।’