বছর শেষে তাঁরা যে বার্তা দিলেন

বছরের শেষ দিন। তারকারা নানান কথায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। কেউ ফেলে আসা বছরের কাজের ফিরিস্তিও দিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক, বছরের শেষ দিনে এসব তারকা নিজেদের ফেসবুক ওয়ালে কী লিখেছেন—
১ / ৫
এ বছর তিনটি ছবি মুক্তি পেয়েছে শাকিব খানের। তিনটি ছবির একটি কোলাজ বানিয়ে পোস্ট করা হয়েছে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই তারকার ফেসবুকে লেখা হয়েছে, ‘আরেকটি বছর শেষ হতে চলল। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন—সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনুভূতি এবং ভালো লাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্বদরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি।’
২ / ৫
বছরের শেষ দিকে জাকিয়া বারী মমকে মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’–এ দেখা গেছে। বছরের শেষ দিনে একটি স্থিরচিত্র পোস্ট করে মম লিখেছেন, ‘নতুন বছরে সবার সুস্থ, সুখী, আনন্দময় ও অর্থপূর্ণ জীবন হোক। সব সময় শুভকামনা রইল।’
৩ / ৫
ছেলে শাহীম মাহমুদ রাজ্যকে নিয়ে ঘুরে বেড়াতে বের হয়েছেন, এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। ঘোরাঘুরির সেই ভিডিও পোস্ট করে রাজ লিখেছেন, ‘আমার ছেলের প্রতি কীভাবে আমার ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে তুমি একজন হতে পারো; কিন্তু কারও কাছে তো তুমি পুরো পৃথিবী। ভালোবাসা আমার চ্যাম্পিয়ন।’ পাশাপাশি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাজ। সবশেষে লিখেছেন, ‘স্বাগত ২০২৫।’
৪ / ৫
বছরটা মেহজাবীনের জন্য ছিল খুবই উল্লেখযোগ্য। চলচ্চিত্র যেমন মুক্তি পেয়েছে, তেমনি নিজের অভিনীত চলচ্চিত্র নিয়ে বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নিয়েছেন। নিজের ফেসবুক পোস্টেও তেমনটাই উল্লেখ করেছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘২০২৪-এ যাঁদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হয়েছে বা যাঁরা আমার জীবনে কোনোভাবে জায়গা করে নিয়েছেন, সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, আমার চারপাশে এত ইতিবাচক মানুষ ছিল, যারা আমার কঠিন সময়গুলো সহজ করেছে। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাকে এতটা স্বস্তি দিয়েছে যে আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি আর আরও ভালোভাবে পারফর্ম করতে পেরেছি। আমি সত্যিই ভাগ্যবান যে “প্রিয় মালতী” ও “সাবা” সিনেমাগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। প্রতিবার যখন আমার সিনেমার নামের সঙ্গে বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছে, আমার হৃদয় গর্বে ভরে উঠেছে। ২০২৫ নিয়ে আমি খুব রোমাঞ্চিত। চাই, আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বেশি কাজের সুযোগ হোক। সিনেমার সংখ্যা যেন এই বছরের তুলনায় দ্বিগুণ হয়। ওটিটি কনটেন্টে আমরা যেন নেক্সট লেভেলে যেতে পারি আর নাটকের মান যেন আরও ভালো হয়, সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে। জীবনটা উপভোগ করি, আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই আর নতুন দিনের স্বপ্ন দেখি।’
৫ / ৫
ছোট পর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশার নতুন চলচ্চিত্রে কাজ করার কথা শোনা যাচ্ছে। তবে কিছুই নিশ্চিত করেননি এখনো। এর মধ্যে আজ ২০২৪ সালকে বিদায় জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালো–মন্দ মিলিয়েই এবারের বছরটা পার হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বছরটি আমাকে আরও শক্তিশালী করেছে। তাই বলতে চাই, ঠিকঠাক থেকো, সময় তোমার হবেই।’