বছরটা মেহজাবীনের জন্য ছিল খুবই উল্লেখযোগ্য। চলচ্চিত্র যেমন মুক্তি পেয়েছে, তেমনি নিজের অভিনীত চলচ্চিত্র নিয়ে বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নিয়েছেন। নিজের ফেসবুক পোস্টেও তেমনটাই উল্লেখ করেছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘২০২৪-এ যাঁদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হয়েছে বা যাঁরা আমার জীবনে কোনোভাবে জায়গা করে নিয়েছেন, সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, আমার চারপাশে এত ইতিবাচক মানুষ ছিল, যারা আমার কঠিন সময়গুলো সহজ করেছে। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাকে এতটা স্বস্তি দিয়েছে যে আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি আর আরও ভালোভাবে পারফর্ম করতে পেরেছি। আমি সত্যিই ভাগ্যবান যে “প্রিয় মালতী” ও “সাবা” সিনেমাগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। প্রতিবার যখন আমার সিনেমার নামের সঙ্গে বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছে, আমার হৃদয় গর্বে ভরে উঠেছে। ২০২৫ নিয়ে আমি খুব রোমাঞ্চিত। চাই, আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বেশি কাজের সুযোগ হোক। সিনেমার সংখ্যা যেন এই বছরের তুলনায় দ্বিগুণ হয়। ওটিটি কনটেন্টে আমরা যেন নেক্সট লেভেলে যেতে পারি আর নাটকের মান যেন আরও ভালো হয়, সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে। জীবনটা উপভোগ করি, আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই আর নতুন দিনের স্বপ্ন দেখি।’