মালদ্বীপের সৈকতে মিম, মালয়েশিয়ায় পূজা

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো ফেসবুক পোস্ট, কখনো মন্তব্য, সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
গতকাল একটি আয়োজনে তরুণদের সঙ্গে গান করেন গায়িকা আবিদা সুলতানা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘গতকাল অনুষ্ঠানে আমার সঙ্গে যারা গাইল।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
বিদ্যা সিনহা মিম ভালোবাসা দিবস কাটিয়েছেন মালদ্বীপে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সাগরপাড়ে আমার হৃদয়টাকে রেখে যাচ্ছি।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
অভিনেত্রী রুনা খান ছবিটি পোস্ট করে ফেসবুকে লিখেছেন গানের লাইন, ‘কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস।’ সেখানে অভিনেতা জিতু আহসান মন্তব্য করেছেন, ‘স্নিগ্ধ সুন্দর’। তার উত্তরে রুনা খান লিখেছেন, ‘আপনার জন্য গেছি আমি। আপনি আসেন নাই কেন কালকে? ধোঁকাবাজ।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
অভিনেত্রী পারসা ইভানা ফেসবুকে নিয়মিত থাকেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছিলেন, ‘ওই মায়াচোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৫
একাধিক ছবি পোস্ট করে পূজা জানিয়ে দিলেন তিনি মালয়েশিয়ায়। তবে কী করছেন, সেটা জানাননি। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সত্যিকারের বিজ্ঞান হলো বর্তমান সময়ে সুখী থাকা।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন