এই অনুভূতি অনেক সুন্দর, অনেক আনন্দের

মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া এই তারকারা জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়াকোলাজ: মো. মাহাফুজার রহমান
২০২২ সালে বাংলাদেশে নির্মিত প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র, টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র, ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ, গায়িকা, গায়ক ও নবাগত অভিনয়শিল্পীদের দর্শকেরা বেছে নিয়েছেন সেরা কাজগুলো। মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া এই তারকারা জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়া।

টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ

মালদ্বীপে তাসনিয়া ফারিণ। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

সেরা অভিনেত্রী
তাসনিয়া ফারিণ (কারাগার)
কী বলব, বুঝতে পারছি না। এই শাখায় সব প্রতিভাবান অভিনয়শিল্পীর সঙ্গে মনোনীত হওয়াটা আমার জন্য আনন্দের খবর। এটা আমাকে সব সময় আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি আনন্দিত। আমার সহকর্মীদের জন্যও শুভকামনা জানাচ্ছি।

মেহজাবীন চৌধুরী
ফেসবুক

মেহজাবীন চৌধুরী (পুনর্জন্ম ৩)
সারা বছর শিল্পীদের জনপ্রিয়তা আর কাজের মূল্যায়ন করার জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার আমাদের শিল্পীদের কাছে অনেক বড় একটি উপলক্ষের নাম। এবার পুনর্জন্ম সিরিজের জন্য প্রথমবার মনোনয়ন পেলাম। এই সিরিজের রোকেয়া চরিত্র আমার জন্য বেশ ব্যতিক্রমী একটা অভিজ্ঞতা ছিল। দর্শকেরা রোকেয়াকে ভালোবেসে ফাইনাল রাউন্ড পর্যন্ত এনেছেন, যার জন্য আমি কৃতজ্ঞ। তিশা, ফারিণ ও সাফা কবিরের জন্য শুভকামনা।

সাফা কবির
কবির হোসেন

সাফা কবির (ফাগুন থেকে ফাগুনে)
প্রথমবার আমি আমার নামটা চূড়ান্ত মনোনয়নে দেখতে পেলাম। ফাইনাল নমিনেশনে চারজনের মধ্যে থাকতে পারাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা অন্য রকম অনুভূতি। খুবই ভালো লাগছে। কারণ, এটা আমার জন্য প্রথমবার। সেই জায়গা থেকে আমি আমার দর্শকদের, যাঁরা ভোট করেছেন, তাঁদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আফরান নিশো
প্রথম আলো

সেরা অভিনেতা
আফরান নিশো (পুনর্জন্ম ৩)

এই অনুভূতি অনেক সুন্দর, অনেক আনন্দের। সারা বছর আমরা অনেক কাজ করি, এর মধ্যে কোনো কাজের জন্য যদি আলাদা করে মনোনয়ন দিয়ে সম্মান দেওয়া হয়, সেটি একজন শিল্পী হিসেবে গর্ববোধ করি। তবে এটি শুধু একা আমার জন্যই নয়, কাজটির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যই সম্মানের।

আবার মনোনয়ন থেকে যদি চূড়ান্তভাবে পুরস্কার ঘরে আসে, সেই আনন্দ আরও দ্বিগুণ হয়। সামনে আরও ভালো কাজে উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।

কারাগার সিরিজের দৃশ্যে চঞ্চল চৌধুরী।
ছবি: সংগৃহীত

চঞ্চল চৌধুরী (কারাগার)
তাকদীর-এর পর ওয়েব সিরিজ কারাগার করেছিলাম। সম্পূর্ণ নিজেদের গল্পে ওয়েব সিরিজের গল্প বলা শুরু হলো এর মাধ্যমে। কারাগার আমার জীবনের অনেক প্রিয় একটি কাজ। বাকি জীবনে এমন কাজ করা সম্ভব হবে কি না, বলতে পারছি না। মুক্তিযুদ্ধের অনেক কাজ হলেও যুদ্ধশিশু নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত।

দুই বাংলায় অনেক প্রশংসা পায় কাজটি। আমরা যে ভালো কাজ করতে পারি, সেটাই প্রমাণ করতে পেরেছি, যা বড় অর্জন। প্রিয় কাজটির জন্য দর্শকেরা ভোট দিয়ে মনোনয়ন দেওয়ায় ধন্যবাদ জানাই তাঁদের।

তৌসিফ মাহবুব
ইনস্টাগ্রাম

তৌসিফ মাহবুব (লিলুয়া)
গত বছর থেকে আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখার। সেই কাজগুলো দিয়ে এই বছর শীর্ষ চারের মনোনয়নে আসায় আমার কাছে মনে হলো, আমার সব কষ্ট সার্থক। আর পুরস্কার কে না পেতে চায়। আমিও চাই। আপাতত তিনজন গুণী অভিনেতার পাশে আমার নাম আছে, এটাই অনেক বড় অর্জন।