ভারতের যে সিনেমা আলোচনার শীর্ষে

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায়, বিশ্বের কোনো সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। আসুন, জেনে নিই এই সপ্তাহের সেরা ৫ সিনেমার তালিকায় কোন সিনেমাগুলো রয়েছে।
১ / ৫
দিন দিন এগিয়ে চলেছে ভারতের সিনেমা। হলিউড সিনেমার সঙ্গে বক্স অফিসে টক্কর দিচ্ছে বেশ কিছু সিনেমা। এসব সিনেমা নিয়ে আন্তর্জাতিক দর্শকদের আগ্রহ দেখা গেছে। হলিউড সিনেমার সঙ্গে দৌড়ে এবার শীর্ষে অবস্থান করছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি। আইএমডিবির তথ্যমতে সিনেমাটি নিয়ে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ।
ছবি: আইএমডিবি
২ / ৫
আইএমডিবিতে দর্শকেরা এখনো দেখছেন ‘ফিউরিওসা; আ ম্যাড ম্যাক্স ফিউরি রোড’। গত ২৪ মে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে এখন পর্যন্ত ১৭ কোটি ১৩ লাখ ডলার আয় করেছে। হানিয়া টেলর জয় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। দর্শকদের আগ্রহে এটি ২ নম্বরে রয়েছে। আইএমডিবি
ছবি: আইএমডিবি
৩ / ৫
এ বছর প্রথম বিলিয়ন ডলার আয় করা সিনেমার তালিকায় নাম দেখিয়েছে ‘ইনসাইড আউট-২’ সিনেমাটি। অ্যানিমেশন সিনেমাটি আলোচনায় ৩ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৪ / ৫
বক্স অফিসে প্রথম দিনের আয়ে রেকর্ড গড়ে ‘ডিউন পার্ট-২ ’। পরবর্তী সময়ে বছরের শীর্ষ আয়ের তালিকায় চলে আসে। সিনেমাটি নিয়ে এখনো ভক্তদের আগ্রহ রয়েছে। মার্চে মুক্তি পেয়ে সিনেমাটি ৭১ কোটি ডলার আয় করেছে।
ছবি: আইএমডিবি
৫ / ৫
এই তালিকায় ‘বার্বি’খ্যাত সিনেমার অভিনেতা রায়ান গসলিংয়ের ‘দ্য ফল গাই’ এখনো আলোচনার শীর্ষে রয়েছে। সিনেমাটির রেটিং ৭। মে মাসে মুক্তি পায়। দর্শকদের জনপ্রিয়তায় বিচারে এটি শীর্ষ ৫–এ রয়েছে।
ছবি: আইএমডিবি