'মহানায়ক সম্মান' পেলেন অপর্ণা ও পরান
এবার ‘মহানায়ক সম্মান’ পেয়েছেন ভারতের বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী অপর্ণা সেন আর অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা একদিন বলিউড জয় করব। সেই জয়ে বিশ্ব মিলিত হবে এই বাংলায়। বাংলা অর্থে সবল না হলেও প্রতিযোগিতায় সবল। প্রতিভার বিচ্ছুরণে বাংলা এখন উজ্জ্বল।’ চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনে অবদান রাখার জন্য এই অনুষ্ঠানে আরও কয়েকজন বিশিষ্টজনের হাতে তুলে দেওয়া হয় ‘মহানায়ক সম্মান’। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ, শিল্পী ইন্দ্রনীল সেন, পরান বন্দ্যোপাধ্যায়, কবি জয় গোস্বামী, চিত্রকর শুভাপ্রসন্ন, ইন্দ্রাণী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।
মহানায়ক উত্তমকুমারের ৩৯তম প্রয়াণদিবস ছিল গতকাল মঙ্গলবার। এই দিনে বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি এ নায়ককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজন করা হয় ‘মহানায়ক সম্মান’ প্রদান অনুষ্ঠান। এখানে মহানায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কলকাতার চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
এ ছাড়া কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে আয়োজিত ‘উত্তম স্মরণ’ অনুষ্ঠান উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি। অনুষ্ঠানটি আয়োজন করে শিল্পী সংসদ। গতকাল থেকে এখানে উত্তমকুমার অভিনীত ১৪টি ছবি নিয়ে ‘মহানায়ক উত্তম চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, উত্তমকুমারের গড়া শিল্পী সংসদের বর্তমান সভানেত্রী চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকে।
এই অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, ৪৫ বছর পর নতুন ছবি তৈরি করবে শিল্পী সংসদ। এই ছবিতে থাকবেন উত্তম-যুগের পাশাপাশি বর্তমান সময়ের শিল্পী ও কলাকুশলী। ছবিটি তৈরির ব্যাপারে সবকিছু যাচাই-বাছাই করার জন্য পরিচালক গৌতম ঘোষকে দায়িত্ব দেওয়া হয়।
মহানায়ক উত্তমকুমারের প্রতিষ্ঠিত ‘শিল্পী সংসদ’ ১৯৭৩ সালে নির্মাণ করে ‘বন পলাশীর পদাবলি’ ছবি। ১৯৮০ সালে মহানায়কের প্রয়াণের পর থেমে যায় শিল্পী সংসদের সব কার্যক্রম। এবার নতুন করে সংগঠিত হয়েছে শিল্পী সংসদ। নতুন ছবি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে শিল্পী সংসদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস ও আলমগীর।