ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ১৮ হলের মধ্যে ১২ টিতে ছাত্রলীগের প্রার্থীরা সহসভাপতি (ভিপি) পদে ও বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ টিতে ছাত্রলীগ ও বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন। এর মধ্যে ছাত্রীদের পাঁচ হলের চারটিতে ভিপি পদে ও তিনটিতে জিএস পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ফলে কোনো হলেই ছাত্রদল ও বাম সংগঠনের কেউ জয়ী হননি।
১. রোকেয়া হল সংসদে ভিপি: ইশরাত জাহান তন্বী (ছাত্রলীগ), জিএস: সায়মা আক্তার (ছাত্রলীগ), এজিএস: ফাল্গুনী দাস তন্বী (ছাত্রলীগ)৷ এই হলে ১১টি পদে জিতেছে ছাত্রলীগ। অন্য দুটি পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
২. শামসুন নাহার হল সংসদে ভিপি: শেখ তাসনিম আফরোজ (স্বতন্ত্র), জিএস: আফসানা ছপা (স্বতন্ত্র), এজিএস: ফাতিমা আক্তার (স্বতন্ত্র)। এই হলে ৮ পদে স্বতন্ত্র প্রার্থী ও বাকি ৫ পদে জিতেছেন ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা।
৩. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে ভিপি: রিকি হায়দার আশা (স্বতন্ত্র), জিএস: সারা বিনতে কামাল (ছাত্রলীগ), এজিএস: সাবরিনা স্বর্ণা (ছাত্রলীগ)। এছাড়া সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক পদে জিতেছেন স্বতন্ত্র দুই প্রার্থী৷ অন্য সব পদে জয়ী ছাত্রলীগ৷
৪. বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদে ভিপি: সুস্মিতা দে, জিএস: সাগুফ্তা বুশরা মিশমা, এজিএস: মুন্নী আক্তার৷ এই হলের সব পদেই জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
৫. কবি সুফিয়া কামাল হল সংসদে ভিপি: তানজিনা আক্তার সুমা (স্বতন্ত্র), জিএস: মনিরা শারমিন (স্বতন্ত্র), এজিএস: লুৎফুন্নাহার (স্বতন্ত্র), এই হলে ৯টি পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৪ পদে জিতেছে ছাত্রলীগ৷
৬. অমর একুশে হল ছাত্রসংসদে ভিপি: মেহেদী হাসান সুমন (স্বতন্ত্র), জিএস: আহসান হাবীব (ছাত্রলীগ), এজিএস: আলিফ আল আহমেদ (ছাত্রলীগ)৷ এই হলে ৬টি পদে স্বতন্ত্র প্রার্থী ও ৭টি পদে জিতেছেন ছাত্রলীগের প্রার্থীরা।
৭. ফজলুল হক মুসলিম হল ছাত্রসংসদে ভিপি: মাহমুদুল হাসান তমাল (স্বতন্ত্র), জিএস: মাহফুজুর রহমান (ছাত্রলীগ), এজিএস: সাহিনুর রহমান (ছাত্রলীগ)৷ এই হলে পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থী ও আটটি পদে জিতেছে ছাত্রলীগ৷
৮. শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রসংসদে ভিপি: সাইফুল্লাহ আব্বাসি অনন্ত, জিএস: তৌফিকুল ইসলাম (স্বতন্ত্র), এজিএস: সুরাপ মিয়া৷ এই হলে ১টি পদ বাদে বাকি সব পদে জিতেছে ছাত্রলীগ৷
৯. কবি জসীমউদ্দীন হল ছাত্রসংসদে ভিপি: ফরহাদ আলী, জিএস: ইমাম হাসান, এজিএস: সাইফুল ইসলাম৷ ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী।
১০. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রসংসদে ভিপি: আকমল হোসেন, জিএস: মেহেদী হাসান শান্ত, এজিএস: জুলফিকার হাসান পিয়াস৷ এই হলে সংস্কৃতি সম্পাদক ও একটি সদস্যপদ ছাড়া সব পদে জিতেছে ছাত্রলীগ৷
১১. হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রসংসদে ভিপি: শহীদুল হক শিশির, জিএস: মেহেদি হাসান মিজান, এজিএস: সাদিল আব্বাস৷ এই হলে সব পদে জয়ী ছাত্রলীগ৷
১২. সূর্যসেন হল ছাত্রসংসদে ভিপি: মারিয়াম জামান খান সোহান, জিএস: সিয়াম রহমান, এজিএস: সালাম মোরশেদ৷ দুটি পদ (বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক ও সাহিত্য সম্পাদক) বাদে সব পদে জয়ী ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা। ওই দুই পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
১৩. বিজয় একাত্তর হল ছাত্রসংসদে ভিপি: সজিবুর রহমান সজিব, জিএস: নাজমুল হাসান নিশান, এজিএস: আবু ইউনুস৷ এই হলে সব পদে জয়ী ছাত্রলীগ৷
১৪. মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রসংসদে ভিপি: শরিফুল ইসলাম শাকিল, জিএস: হাসিবুল হোসেন শান্ত, এজিএস: আব্দুল্লাহ আল মুমিন আবির৷ সব পদে ছাত্রলীগ জয়ী৷
১৫. সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রসংসদে ভিপি: মুজাহিদ কামাল উদ্দিন, জিএস: জুলিয়াস সিজার তালুকদার, এজিএস: নওশের আহমেদ৷ এই হলেও সব পদে জিতেছে ছাত্রলীগ৷
১৬. জগন্নাথ হল ছাত্রসংসদে ভিপি: উৎপল বিশ্বাস, জিএস: কাজল দাশ, এজিএস: অতুনু বর্মন৷ এই হলে সব পদে জিতেছে ছাত্রলীগ৷
১৭. স্যার এ এফ রহমান হল ছাত্রসংসদে ভিপি: আব্দুল আলীম খান, জিএস: আব্দুর রহিম সরকার,এজিএস: আল আমিন৷ এই হলে ছাত্রলীগ পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী৷
১৮. ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রসংসদে ভিপি: হোসাইন আহমেদ সোহান, জিএস: ইরফানুল হাই সৌরভ, এজিএস: সোহেল আহমদ মিলন৷ এই হলে সব পদে ছাত্রলীগ জয়ী৷