হল খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্র জোটের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান
ফাইল ছবি

আবাসিক হল খুলে দিয়ে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট। এটিসহ মোট চার দফা দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে গিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জোটভুক্ত সংগঠন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।

জোটের অন্য তিন দাবি হলো ছাত্রলীগের দখলদারত্ব মুক্ত করে প্রশাসনিক ব্যবস্থাপনায় অবিলম্বে আবাসিক হলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা; অতিরিক্ত হারে সেশন ফিসহ অন্যান্য ফি-জরিমানা নেওয়া বন্ধ করা ও বেতন-ফি মওকুফ করা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করা।

ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ পরিষদের সভা ডেকে ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে উপাচার্য হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে আমাদের জানিয়েছেন।’

স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে গতকাল বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলও উপাচার্যকে স্মারকলিপি দেয়।

আরও পড়ুন
আরও পড়ুন