সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | পিতৃপুরুষের গল্প : বহুনির্বাচনি প্রশ্ন

পিতৃপুরুষের গল্প

৪১. গেরিলা মুক্তিযোদ্ধা বলতে বোঝায়—

ক. সফল মুক্তিযোদ্ধা

খ. আহত মুক্তিযোদ্ধা

গ. আপসকামী মুক্তিযোদ্ধা

ঘ. আক্রমণকারী মুক্তিযোদ্ধা

৪২. অন্তু রাত ১০টা পর্যন্ত জেগে থাকল কেন?

ক. বেড়াতে যাবে বলে

খ. গল্প শুনবে বলে

গ. মামা আসবে বলে

ঘ. পড়া শেষ করবে বলে

৪৩. কাজল মামা ঢাকা ছেড়ে হঠাৎ গ্রামে হাজির হলো কেন?

ক. নিজের জীবন বাঁচাতে

খ. প্রতিরোধ গড়ে তুলতে

গ. রাইফেল সংগ্রহ করতে

ঘ. মা–বাবাকে বাঁচাতে

৪৪. অন্তুর নানা তাঁর ছেলেকে মিছিল, মিটিং, ট্রেনিং করতে বারণ করেন কেন?

ক. ছেলের স্বাস্থ্যহানি ঘটবে বলে

খ. সংসারের কাজে মনোযোগী হতে

গ. ছেলের বিপদের ভয়ে

ঘ. ছেলের পড়ালেখার ক্ষতি হবে বলে

৪৫. পাকিস্তানি শাসকেরা বাঙালিদের গোলাম করে রাখতে চেয়েছিল কীভাবে?

ক. বাঙালিদের উচ্চপদ থেকে বঞ্চিত করে

খ. চলাফেরায় বাধা সৃষ্টি করে

গ. বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে

ঘ. সামরিক শাসন চাপিয়ে দিয়ে

৪৬. উর্দু ভাষাকে বাঙালিরা মেনে নেয়নি কেন?

ক. বিদেশি ভাষা বলে ঘৃণা করে

খ. মাতৃভাষা রক্ষা করার জন্য

গ. অন্য জাতির ভাষা বলে

ঘ. এটা কৃত্রিম ভাষা বলে

৪৭. স্মৃতির মিনার গড়ে ওঠে কেন?

ক. শহিদদের রক্তের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে

খ. ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে

গ. জাতির ঋণমুক্তির জন্য

ঘ. শহিদদের ঋণ স্বীকার করতে

৪৮. ওদের আমরা চিরদিন মনে রাখব—ওদের বলতে বোঝানো হয়েছে—

ক. নিরীহ বাঙালিদের

খ. ভাষাশহিদদের

গ. বাংলার প্রাচীন জাতিকে

ঘ. পাকিস্তানি শাসকদের

সঠিক উত্তর

পিতৃপুরুষের গল্প: ৪১.ঘ ৪২.গ ৪৩.খ ৪৪.গ ৪৫.ঘ ৪৬.খ ৪৭.ক ৪৮.খ

খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন