এইচএসসি পরীক্ষা: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র| বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ২
৭. হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতির সংখ্যা কয়টি?
ক. ১৬টি খ. ১৪টি
গ. ১৩টি ঘ. ১২টি
৮. ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে কর্মী কেবল একজন ঊর্ধ্বতনের নিকট থেকে আদেশ পাবে?
ক. আদেশের ঐক্য খ. শৃঙ্খলা
গ. সাম্য ঘ. নির্দেশনার ঐক্য
৯. নিচের কোন বিষয়ের সঙ্গে জোড়া শিকল নীতি সম্পৃক্ত?
ক. কর্তৃত্ব অর্পণ
খ. কর্তৃত্ব প্রবাহ
গ. সংগঠন কাঠামো
ঘ. ভারসাম্য রক্ষা
১০. স্মার্ট ফ্যাশনস্ লি. কোম্পানিতে সব কর্মীর প্রতি ন্যায়বিচার ও সমভাবে আচরণ করা হয়। এখানে ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন ঘটেছে?
ক. সাম্য খ. শৃঙ্খলা
গ. নিয়মানুবর্তিতা ঘ. বিকেন্দ্রীকরণ
১১. নিম্ন স্তরের কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে উৎসাহ প্রদান ব্যবস্থাপনার কোন নীতির অন্তর্গত?
ক. বিকেন্দ্রীকরণ খ. কর্তৃত্ব ও দায়িত্ব
গ. শৃঙ্খলা ঘ. কেন্দ্রীয়করণ
১২. প্রশাসন যে বিষয়ের সঙ্গে জড়িত, তা হলো—
i. পরিকল্পনা প্রণয়ন
ii. লক্ষ্য নির্ধারণ
iii. কার্যক্রম মূল্যায়ন
নিচেন কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. মি. রহিম এবিসি গার্মেন্টস লি.–এর একজন ফোরম্যান হিসেবে কর্মরত। তিনি ব্যবস্থাপনার কোন স্তরের ব্যবস্থাপক?
ক. উচ্চপর্যায় খ. নিম্নপর্যায়
গ. মধ্যমপর্যায় ঘ. নিম্ন ও মধ্যম
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭. খ ৮. ক ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. খ