অধ্যায় ১
৪৩. বাঙালির জাতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি নিচের কোনটি?
ক. স্বাধীনতা আন্দোলন
খ. ৬ দফা আন্দোলন
গ. ৬৯-এর গণ–অভ্যুত্থান
ঘ. ভাষা আন্দোলন
৪৪. ইউনেস্কো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারির শহিদ দিবসকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
ক. ১৭ নভেম্বর, ১৯৯৯
খ. ১৭ নভেম্বর, ২০০১
গ. ১৭ নভেম্বর, ১৯৯৮
ঘ. ১৭ নভেম্বর, ২০০০
৪৫. জনগণ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের দফাগুলোকে কী বলে বিবেচনা করেছিল?
ক. আন্দোলনের দলিল
খ. স্বাধীনতার ঘোষণা
গ. স্বার্থরক্ষার সনদ
ঘ. অধিকারের আন্দোলন
৪৬. কাদের উদ্যোগে শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক. কানাডাপ্রবাসী কয়েকজন বাঙালির
খ. জাতিসংঘের বাঙালি প্রতিনিধিদের
গ. ফ্রান্সে অবস্থানরত বাঙালিদের
ঘ. আমেরিকাপ্রবাসী বাঙালিদের
৪৭. বাঙালিদের প্রথম অধিকার সচেতন করে কোনটি?
ক. ১৯৭০-এর নির্বাচন
খ. সিপাহি বিদ্রোহ
গ. ১৯৬৬-এর ৬ দফা দাবি
ঘ. ভাষা আন্দোলন
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪৩. ঘ ৪৪. ক ৪৫. গ ৪৬. ক ৪৭. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল