বাংলা ২য় পত্র

 ৩ নম্বর প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ৩ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন: অনুসর্গ কাকে বলে? অনুসর্গের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা লেখো।

উত্তর: ‘অনু’ কথাটির অর্থ পরে বা পশ্চাতে, আর ‘সর্গ’ মানে সৃষ্টি বা ব্যবহার। সুতরাং সাধারণভাবে অনুসর্গ বলতে বোঝায়, যা পরে ব্যবহূত হয়। উপসর্গ যেমন ধাতুর আগে বসে, অনুসর্গ তেমন পদের পরে বসে। যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মতো তাদের কারক-সম্বন্ধ নির্ধারণ করে, তাদের অনুসর্গ বলা হয়। কেবল বিভক্তির মতো কারক-সম্বন্ধ নির্দেশ করলে তবেই তাদের অনুসর্গ বলে।

অনুসর্গের বৈশিষ্ট্য: অনুসর্গের কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। নিচে তা দেওয়া হলো—

১. অনুসর্গ অব্যয় পদ। এগুলোর অর্থ আছে।

২. অনুসর্গ শব্দের পরে বসে ওই শব্দের সঙ্গে পরবর্তী শব্দের সম্পর্ক সৃষ্টি করে।

৩. বিভক্তি দিয়ে যেমন কারক চেনা যায়, তেমনি অনুসর্গ দিয়েও কারক চেনা যায়।

৪. অব্যয়গুলোর নিজস্ব অর্থ থাকায় সেগুলো পৃথকভাবে ব্যবহূত হলে অনুসর্গ হয় না।

৫. অনুসর্গের পূর্ব পদটি বিশেষ্য হলে সেটি বিভক্তিযুক্ত হতে পারে, আবার না-ও হতে পারে। কিন্তু সর্বনাম হলে বিভক্তিযুক্ত হবেই।

৬. অনুসর্গ বিভক্তির মতো কাজ করে।

৭. কতগুলো অনুসর্গ শব্দ বিভক্তির মতো ব্যবহূত হয়ে কারক নির্ণয়ে সাহায্য করে। এগুলো হচ্ছে: হইতে, হতে, চেয়ে, দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি।

৮. অনুসর্গের ব্যবহার কোনো কোনো সাধু ও চলিত ভাষারীতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপ হতে পারে।

অনুসর্গের প্রয়োজনীয়তা: বাংলা ভাষায় অনুসর্গের প্রয়োজনীয়তা আছে। নিচে অনুসর্গের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করা হলো—

১. অনুসর্গগুলো বাংলা ভাষায় বিভক্তির কাজ করে। এ জন্য বাক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধনের চেয়ে মন বড়।

২. অনুসর্গগুলো বাক্য গঠনে সহায়তা করে। অনুসর্গ ছাড়া বাক্য গঠন সম্ভব হয় না। যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?

৩. বাংলা ভাষায় অভাব, তুলনা ইত্যাদি ভাব প্রকাশ করতে অনুসর্গের প্রয়োজন। যেমন হাসেমের চেয়ে কাশেম লম্বা।

৪. অনুসর্গ ছাড়া কারকের অর্থ প্রকাশ পায় না। যেমন করণ কারকের দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি শব্দ, সম্প্রদান কারকে নিমিত্ত, হেতু ইত্যাদি, অপাদানে হইতে, হতে, থেকে, থাকতে ইত্যাদি।

সুতরাং দেখা যায়, বাংলা ভাষায় অনুসর্গের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

 বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা