পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
দেশে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার বিকল্প নেই। আর এ জন্য সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির (বাকশিস) প্রতিষ্ঠাতা মহাসম্পাদক প্রয়াত শিক্ষকনেতা এম শরীফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় শিক্ষক নেতারা এ দাবি জানান। বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) উদ্যোগে গতকাল শুক্রবার মিরপুরে বাকশিসের কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বাকশিস সভাপতি ইসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল হান্নান।
অন্যদের মধ্যে আলোচনা করেন শিক্ষকনেতা সিদ্দিকুর রহমান, এ কে এম আবদুল্লাহ, ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত শিক্ষকনেতা শরীফুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।