নিরাপদ ইন্টারনেট সবার জন্য

আমরা সবাই কম-বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারি। ইন্টারনেটের ব্যবহার আমাদের জীবনকে সহজ ও গতিময় করে তুলেছে। পাশাপাশি আমাদের জানা উচিত কীভাবে আমরা নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে পারি। চলো জেনে নিই।
১. একটা প্রশ্ন মনে হতেই পারে, ইন্টারনেট কি নিরাপদ?
২. হতেও পারে, নাও হতে পারে। তাই, ইন্টারনেটে নিরাপদ থাকতে তোমাকে হতে হবে SMART!
৩. S দিয়ে Safe বোঝানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে তোমার ব্যক্তিগত তথ্য (নাম, ঠিকানা ও মোবাইল নম্বর) অপরিচিত কাউকে জানিয়ো না।
৪. M দিয়ে Meet বোঝানো হয়। ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হয়ে কেউ যদি তোমার সঙ্গে দেখা করতে চায়, তবে অবশ্যই মা-বাবাকে জানাও এবং অনুমতি নাও।
৫. Accept বোঝানো হয়েছে A দিয়ে। অপরিচিত লিংক থেকে ডাউনলোড রিকোয়েস্ট গ্রহণ করা উচিত নয়। কারণ এতে ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
৬. R দিয়ে Reliable বোঝানো হয়েছে। ইন্টারনেট ভুল-সঠিক, অনেক তথ্য প্রদান করে। তাই ইন্টারনেট থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষক বা মা-বাবার সহযোগিতা নাও।
৭. T তে Tell. ইন্টারনেটের কোনো বিষয় অস্বস্তিকর বা হুমকিস্বরূপ মনে হলে অবশ্যই মা-বাবাকে জানাও।
৮. তোমার পাসওয়ার্ড এমনভাবে বাছাই করো, তা যেন অনন্য হয় এবং কাউকে জানিয়ো না।