জিনিয়াসই বটে
দেখতে দেখতে শেষ হয়ে গেল গ্রামীণফোন-প্রথম আলো আই-জিনিয়াস ক্যাম্প। আয়োজকেরা জিনিয়াসই বটে। দেশজুড়ে দেড় শতাধিক জায়গায় এই ক্যাম্প অনুষ্ঠিত হলো। প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা যাঁরা এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকদের ওপরও বেশ বড় একটা খাটুনি গেল। সাংবাদিকতার পাশাপাশি তাঁরা প্রথম আলোর নানা কর্মসূচিতেও ব্যস্ত থাকেন।
ইন্টারনেট উৎসবের আগে একটি মহড়া হিসেবে ধরে নিতে পারি আই-ক্যাম্প। আমাদের ইন্টারনেট উৎসবে হাজার হাজার শিক্ষার্থী যুক্ত হয়ে পড়ে। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক, অভিভাবক নানা শ্রেণি-পেশার মানুষ এই উৎসবগুলোতে জড়িত থাকেন। এই ধরনের উৎসব বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোন ও প্রথম আলোই যৌথভাবে শুরু করে। ইতিমধ্যে দুটি উৎসব সফলভাবে শেষ হয়েছে। গত উৎসবে মোট ১২০ জায়গায় ইন্টারনেট উৎসব হয়েছে। তাতে যে সাড়া আমরা পেয়েছি, তাতে আমরা অভিভূত।
বন্ধুসভার বন্ধুরা ব্যাপক আগ্রহ নিয়ে এই উৎসবের আয়োজন করে থাকেন। উৎসবের মধ্য দিয়ে এলাকাগুলোতে একটা বিশেষ প্রভাব পড়ে, সেটা আমাদের কাছে পরিষ্কার।
সারা দেশের আই-জিনিয়াসরাও ক্যাম্প বা উৎসবের জন্য অপেক্ষা করেন। আই-জিনিয়াসরা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের ইন্টারনেট সম্পর্কে আগ্রহী করে তোলেন। তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন শিক্ষার্থীদের সঙ্গে।
সফলভাবেই শেষ হলো আই-ক্যাম্প ২০১৪। আসন্ন ইন্টারনেট উৎসব সফল হবে সবার আন্তরিক প্রচেষ্টায়। এখন শুধু উৎসব আর উৎসবের সফলতার জন্য অপেক্ষা করার পালা।
নির্বাহী সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয়, পরিচালনা পর্ষদ