চট্টগ্রামে পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। চলতি বছর এই বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। যা গতবার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ পরীক্ষার্থী।

আজ রোববার চট্টগ্রাম বোর্ড এই ফল প্রকাশ করে। ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪৩টি স্কুলের ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন।

এবার পাসের হারে ছাত্ররা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীরা এগিয়ে আছে।

ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪৫ জন ছাত্র।

ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৬০ শতাংশ ।এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৬৩ জন ছাত্রী। 

তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে পাস করেছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী। এই শাখায় পাসের হার ৯২ দশমিক ৯৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও মানবিকে পাসের হার যথাক্রমে ৮৮ দশমিক ৬৭ শতাংশ ও ৭৫ দশমিক ৮৪ শতাংশ।

এই বোর্ডে শূন্য পাসের হারের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। অন্যদিকে, শতভাগ পাস করেছে ৫০ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।