এসএসসি ২০২২ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১৩

২৪. মুজিবনগর সরকারের ব্রিগেড ফোর্স ছিল কয়টি?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

২৫. মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের জন্য কোন দেশের জনগণকে ১৯৭১-৭২ সালে অতিরিক্ত কর দিতে হয়?

ক. ভারতের খ. জাপানের

গ. মায়ানমারের ঘ. ভুটানের

২৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় কত লাখ শরণার্থী আশ্রয় নেয়?

ক. ১১ খ. ১২

গ. ১৩ ঘ. ১৪

২৭.বাঙালির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফসল কোনটি?

ক. স্বায়ত্তশাসন খ. মুক্তিযুদ্ধ

গ. গণ–অভ্যুত্থান ঘ. স্বাধিকার

২৮.মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা?

ক. ছাত্ররা খ. কৃষকেরা

গ. নারীরা ঘ. গণমাধ্যমকর্মীরা

২৯. ছাত্র-যুবকদের প্রশিক্ষণ ও যুদ্ধ করতে দেশের ভেতরে পাঠায় কোন সরকার?

ক. নেপাল সরকার

খ. মুজিবনগর সরকার

গ. শ্রীলঙ্কা সরকার

ঘ. জাপান সরকার

৩১. মুক্তিযুদ্ধে দুজন নারীকে ‘বীরপ্রতীক’ খেতাব দেওয়া হয় কেন?

ক. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য

খ. পাকিস্তানি বাহিনীর সাহায্যের জন্য

গ. উচ্চশিক্ষা অর্জনের জন্য

ঘ. নারী উন্নয়নের ভূমিকার জন্য

৩২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন—

i. চট্টগ্রাম বেতারের শিল্পীরা

ii. চট্টগ্রামের রাজনৈতিক কর্মীরা

iii. চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. মুক্তিযুদ্ধে কোন প্রবাসী বাঙালিদের অবদানের উল্লেখ করা যায়?

ক. ব্রিটেনের প্রবাসীদের

খ. ওয়াশিংটনের প্রবাসীদের

গ. নিউইয়র্কের প্রবাসীদের

ঘ. স্টকহোমের প্রবাসীদের

৩৪. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে কাজ করছেন কারা?

ক. ছাত্ররা খ. কৃষকেরা

গ. নারীরা ঘ. প্রবাসী বাঙালিরা

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ